খ্যাতি বহু দূর! এবার কালীপুজোতেও কার্নিভালের দাবি বারাসতবাসীর
অর্ণব দাস, বারাসত: কলকাতার পাশাপাশি জেলায় জেলায় দুর্গাপুজো কার্নিভাল করার উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এতে দুর্গোৎসবের ব্যাপকতা দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গন্ডিতে পৌঁছেছে। শনিবার উত্তর ২৪ পরগনা জেলার বারাসত-সহ বারাকপুর, বসিরহাট ও বনগাঁয় অনুষ্ঠিত হবে কার্নিভাল। আর এই আবহে বারাসাত-মধ্যমগ্রামের ঐতিহ্যবাহী কালীপুজোতেও কার্নিভালের দাবি উঠেছে। দিন কুড়ি-পঁচিশ আগে বারাসতের পুজো কমিতিগুলিকে নিয়ে আয়োজিত পুলিশ […]
আরও পড়ুন