দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন বাস্তবের ‘মিসেস চ্য়াটার্জী’, চেনেন পাত্রকে?
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্তানদের ফিরে পেতে নরওয়ে প্রশাসনের সঙ্গে লড়েছিলেন। দীর্ঘ লড়াইয়ে অবশেষ জয়ও এসেছিল। এবার সন্তানদের পাশে নিয়েই দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাস্তবের ‘মিসেস চ্যাটার্জী’ সাগরিকা চট্টোপাধ্যায়। তাঁর বিশেষ মুহূর্তের সাক্ষী হলেন বৃন্দা কারাটও। আরও পড়ুন: নরওয়ে প্রশাসনের সঙ্গে ‘মিসেস চ্যাটার্জী’র লড়াই কারও অজানা নয়। ২০১২ সালে শুরু হয় তাঁর লড়াই। এরপর […]
আরও পড়ুন