Narendra Modi | পাঁচ দেশ সফরে প্রধানমন্ত্রী, ‘হরে রাম হরে কৃষ্ণ’ গেয়ে মোদিকে স্বাগত জানাল ঘানার শিশুরা
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পাঁচ দেশের সফরে বের হয়ে ঘানায় (Ghana) পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত ৩ দশকে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আফ্রিকার এই দেশে সফরে গেলেন। এদিন আক্রায় পৌঁছতেই মোদিকে স্বাগত জানান ঘানার প্রেসিডেন্ট জন মাহামা। মোদিও তাঁকে বুকে জড়িয়ে ধরেন। সেখানেই গার্ড অফ অনার দেওয়া হয় মোদিকে। স্থানীয় রীতিতে […]
আরও পড়ুন