বুড়ো হাড়ের ভেলকি, লারাদের দুরমুশ করে মাস্টার্স লিগ চ্যাম্পিয়ন শচীনের ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যেন পিছনে ফেলে আসা রূপকথার অতীত। রবিবার আন্তর্জাতিক মাস্টার্স লিগের ফাইনালে শচীনের নেতৃত্বে বুড়ো হাড়ের ভেলকি দেখাল ভারত। শচীন, অম্বাতি রাইডু, যুবরাজদের দাপুটে ইনিংসের জেরে কার্যত দুরমুশ হল ব্রায়ান লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ। মাস্টার্স লিগে চ্যাম্পিয়ন হল শচীনের ভারত। আন্তর্জাতিক ক্রিকেট থেকে লারা অবসর নিয়েছেন ২০০৭ সালে, আর শচীন ২০১২। […]
আরও পড়ুন