ফিরল দুই শিশু-সহ চার পণবন্দির কফিন! ‘দানব’ হামাসকে চরম হুঁশিয়ারি নেতানিয়াহুর
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই শিশু ও তাদের মা-সহ চারজন ইজরায়েলি পণবন্দির কফিনবন্দি দেহ ইজরায়েলের কাছে পৌঁছতেই গোটা দেশে নেমেছে শোকের কালো ছায়া। হামাসকে ‘দানব’ বলে কটাক্ষ করে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ‘খুনি’দের ধ্বংস করবে তেল আভিভ। এদিন দক্ষিণ গাজার খান ইউনুসে এক পরিত্যক্ত কবরে ওই চার পণবন্দির কফিন নিয়ে আসে হামাস জঙ্গিরা। এরপর […]
আরও পড়ুন