বাধা নয় বয়স, অযোধ্যা পাহাড়ের গজাবুরু শৃঙ্গ ছুঁলেন ষাটোর্ধ্ব পর্বতারোহীরা!
সুমিত বিশ্বাস, পুরুলিয়া: বয়স ৬০ পেরনো মানেই ঠিকানা চার দেওয়ালের মাঝে। কিংবা বৃদ্ধাশ্রম। কিন্তু সমাজে এর বাইরেও বৃদ্ধ-বৃদ্ধা আছেন, যাঁর ঘরবন্দি না থেকে দূর থেকে সুদূরে পাড়ি দেন বুকে সাহস নিয়ে। পুরুলিয়ায় ষাটোর্ধ্ব একদল পর্বতারোহী সেই নজিরই গড়লেন। বয়সের বাধা পেরিয়ে পাহাড়ে চড়ে বাজিমাত করলেন ৬০ থেকে ৮০ বছর বয়সী নারী-পুরুষরা। বয়স যে কোনও প্রতিবন্ধকতাই […]
আরও পড়ুন