৯৮ বছর বয়সে প্রয়াত বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার

৯৮ বছর বয়সে প্রয়াত বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চলে গেলেন বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার রন ড্রেপার। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় কেবেরহায় নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন রন।

১৯৫০ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দু’টি টেস্ট খেলেছিলেন রন। জাতীয় দলের জার্সিতে সেটাই ছিল তাঁর প্রথম এবং শেষ সিরিজ। এমনিতে রন টপ অর্ডার ব্যাটার ছিলেন। তবে দরকারে উইকেটরক্ষকের দস্তানাও পরেছেন। ১৯৫০ সালে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললেও ঘরোয়া ক্রিকেটে তিনি খেলেছেন ১৯৫৯-৬০ মরশুম পর্যন্ত। প্রোটিয়াদের ঘরোয়া ক্রিকেটে বেশ সফল ছিলেন রন। তাঁর গড় ছিল একচল্লিশের উপর।

রনের আগে বিশ্বের প্রবীণতম টেস্ট ক্রিকেটার ছিলেন জন ওয়াটকিন্স। ২০২১ সালে ৯৮ বছর বয়সে মারা যান এই অজি ক্রিকেটার। তারপর রন ড্রেপার প্রবীণতম ক্রিকেটারের তকমা পান। শুক্রবার তিনিও প্রয়াত হলেন। তাঁর জামাই নিল টমসন রনের মৃত্যুর খবর জানিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট মহলে রনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

এবার বিশ্বের প্রবীণতম জীবিত টেস্ট ক্রিকেটারের তকমা পেলেন নীল হার্ভে। তিনিও ১৯৫০ সালের সেই সিরিজে খেলেছেন। তাঁর বর্তমান বয়স ৯৬ বছর। দ্বিতীয় প্রবীণতম টেস্ট ক্রিকেটার হিসাবে জীবিত নিউজিল্যান্ডের ট্রেভর ম্যাকমোহন। তাঁর বয়স ৯৫ বছর ১১২ দিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *