৮ মাস পর সুযোগ পেতেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড অর্শদীপের, পিছনে ফেললেন পাক পেসারকে

৮ মাস পর সুযোগ পেতেই টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড অর্শদীপের, পিছনে ফেললেন পাক পেসারকে

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড অর্শদীপ সিংয়ের। দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন ভারতীয় বোলার। পিছনে ফেললেন পাকিস্তানের হ্যারিস রাউফকে। ওমানের বিরুদ্ধে একটি উইকেট তুলে রেকর্ড বইয়ে নাম তুললেন অর্শদীপ।

তবে এই বিশেষ মুহূর্তটির জন্য তারকা পেসারকে অপেক্ষা করতে হল আট মাস। চলতি বছরের জানুয়ারি মাসেই তিনি ৯৯টি উইকেট তুলে ফেলেছিলেন। তারপর আর টি-টোয়েন্টি হয়নি। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে সুযোগ পাননি। অবশেষে ওমানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেতেই ১০০তম উইকেটটি নিজের ঝুলিতে পুরে ফেলেন অর্শদীপ।

মাত্র ৬৪ ইনিংসে মাইলফলক স্পর্শ করেন অর্শদীপ। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র তাঁরই টি-টোয়েন্টিতে ১০০ উইকেট রয়েছে। এর আগে পাক পেসার হ্যারিস রাউফ ৭১ ইনিংসে ১০০ উইকেট তোলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন অর্শদীপ। তবে সব মিলিয়ে আইসিসি পূর্ণ সদস্য দলগুলির বোলারদের মধ্যে তিনি আছেন তৃতীয় স্থানে। আফগানিস্তানের স্পিনার রশিদ খান (৫৩ ইনিংস) ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা (৬৩ ইনিংস) দ্রুততম হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট তোলেন।

যদিও প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেননি অর্শদীপ। ৪ ওভারে ৩৭ রান দেন। বোলিংয়ে পরীক্ষার পথে হেঁটেছে ভারত। কুলদীপ (১-২৩), হার্দিক (১-২৬) খারাপ বল করেননি। অক্ষর আবার বল করেন মাত্র এক ওভার। কিন্তু বুমরাহর অনুপস্থিতিতে পেস অ্যাটাকের মুখ হওয়ার মতো পারফর্ম করতে পারেননি হর্ষিত-অর্শদীপ। পাকিস্তান ম্যাচের আগে ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তা থাকল। তবে বোলিং নিয়ে ভাবনা থাকল তার থেকেও বেশি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *