অরিজিৎ গুপ্ত, হাওড়া: ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ গৃহশিক্ষিকার স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় হাওড়ার লিলুয়ায়। পুলিশের অভিযোগের কয়েকঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গিয়েছে, অন্য়ান্যদিনের মতোই বুধবার পড়তে গিয়েছিল। তখন বাড়ির কোনও কাজে বাইরে গিয়েছিলেন ওই গৃহশিক্ষিকা। আর সেই সুযোগকেই কাজে লাগায় তাঁর স্বামী মইদুল হাজরা। অভিযোগ, ফাঁকা বাড়িতে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে। তাকে বিভিন্নভাবে ভয়ও দেখায়। কোনওরকমে তাঁর হাত থেকে পালিয়ে বাড়ি ফেরে নাবালিকা। বাড়ি ফিরে পরিবারের সদস্যদের কাছে কান্নায় ভেঙে পড়ে সে। খোলাখুলি সবটা জানায়। রাতেই অভিযুক্তের বাড়ি ঘেরাও করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। অভিযোগ জানানো হয় থানায়ও।
খবর পেয়ে জগদীশপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মইদুলকে গ্রেপ্তার করে লিলুয়া থানায় নিয়ে যায়। জানা গিয়েছে, মইদুলের দাদা আবদুল হাজরা জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। ভাই গ্রেপ্তার হতেই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে তৃণমূল। ইতিমধ্যেই আবদুল হাজরাকে দলীয় পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।