৮০ বছর পুরনো রাস্তা আটকাল রেল! পাঁচিল ভাঙা ঘিরে উত্তেজনা খড়গপুরে, লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের

৮০ বছর পুরনো রাস্তা আটকাল রেল! পাঁচিল ভাঙা ঘিরে উত্তেজনা খড়গপুরে, লাঠি উঁচিয়ে তাড়া পুলিশের

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


অংশুপ্রতিম পাল, খড়গপুর: পাঁচিল তুলে ৮০ বছর পুরনো রাস্তা আটকে দিয়েছে রেল! প্রতিবাদে শাবল, গাঁইতি হাতে পাঁচিল ভাঙতে তৈরি মহিলারা। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার উত্তপ্ত হয়েছে খড়গপুর শহর। উত্তপ্ত জনতার সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ।

জানা গিয়েছে, খড়গপুরের সাউথ ডিআরএমের বাংলো রয়েছে। রয়েছে অফিসার্সস ক্লাবও। এই দুই বিল্ডিংয়ের মধ্যে দিয়ে একটি রাস্তা রয়েছে যা সোজা ঝাপটাপুরের সঙ্গে ওই এলাকাকে যুক্ত করে। এই রাস্তা দিয়ে আমজনতার দীর্ঘদিনের যাতায়াত। রয়েছে দু’টি স্কুলও। সেখানে রেলকর্মীদের ছেলেমেয়েরা পড়ে। কিন্তু এই পথ দিয়ে যাতায়াত করতে পারছে না তারাও।

জানা গিয়েছে, সংস্কারের কাজের জন্য ওই রাস্তা কিছুটা বন্ধ রাখা হয়েছিল। গতকাল ওই রাস্তায় পাঁচিল তুলে আটকে দেয় রেল। তারপরই অশান্তির সূত্রপাত। এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়ায় এলাকায়। হাজির হন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রোহন দাসও। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে যাতায়াত করে এলাকার মানুষ। এই রাস্তা আটকানো চলবে না। পালটা রেলের দাবি, এটা তাদের এলাকা। তাই বন্ধ করা হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *