দেশজুড়ে পালিত হচ্ছে ৭৬তম সাধারণতন্ত্র দিবস। ভারতীয় ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিনটি পালনের জন্য ইতিমধ্যে সেজে উঠেছে দিল্লির কর্তব্যপথ। নিরাপত্তাও আঁটসাঁট। কলকাতার রেড রোডেও তৎপরতা চোখে পড়ার মতো। কড়া নিরাপত্তা বেষ্টনী চারপাশে। সাধারণতন্ত্র দিবসের প্রতি মুহূর্তের LIVE UPDATE:
সকাল ৯.০৫: নিজের বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর।
#WATCH | Exterior Affairs Minister Dr S Jaishankar unfurls the nationwide flag at his residence in Delhi, on the event of 76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/DV6GwzYHEp
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৮.৫৪: সাধারণতন্ত্র দিবসের প্যারেডে এবার দেখা মিলবে ‘প্রলয়’-এর। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হামলা রুখতে মোতায়েন থাকা এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এই প্রথমবার দেখা যাবে দিল্লির কর্তব্যপথে। দেখে নিন এর বিশেষত্ব।
সকাল ৮.৩০: মহারাষ্ট্রের নাগপুরের আরএসএসের কার্যালয়ে উত্তোলিত হল জাতীয় পতাকা।
#WATCH | Maharashtra: RSS’ Nagpur Mahanagar sanghchalak Rajesh Loya unfurls the nationwide flag at RSS Headquarters in Nagpur.
76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/RzLNEdHYgI
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৮.১৫: তেলেঙ্গানা, কর্নাটক, মহারাষ্ট্রে পালিত সাধারণতন্ত্র দিবস।
#WATCH | Karnataka: Congress nationwide president Mallikarjun Kharge unfurls the nationwide flag on the event of 76th #RepublicDay🇮🇳 in Bengaluru
CM Siddaramaiah and Deputy CM DK Shivakumar are additionally current. pic.twitter.com/YXCzR4gd16
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৮.০০: দেশবাসীকে ৭৬তম সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে লিখলেন, ‘গণতন্ত্র, মর্যাদা এবং ঐক্য আমাদের শিকড়। সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রেখেন বহু পুরুষ ও মহিলা। সেই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম।’
Blissful Republic Day.
In the present day, we have fun 75 superb years of being a Republic. We bow to all the nice ladies and men who made our Structure and ensured that our journey is rooted in democracy, dignity and unity. Could this event strengthen our efforts in direction of preserving the…
— Narendra Modi (@narendramodi) January 26, 2025
সকাল ৭.৫৮: ভিড় জমতে শুরু করেছে কর্তব্যপথে।
#WATCH | Delhi: Individuals attain Kartavya Path to look at the Republic Day Parade as we speak
Republic Day parade will begin at 10:30 am from Vijay Chowk.
76th #RepublicDay🇮🇳 pic.twitter.com/0LsC77FeF3
— ANI (@ANI) January 26, 2025
সকাল ৭.৫৪: ইন্দোনেশিয়া সেনার ১৫২ জন সদস্যও কুচকাওয়াজে অংশ নেবেন। ইন্দোনেশিয়ার মিলিটারি অ্যাকাডেমির ১৯০ জন ব্যান্ডও থাকবে।
সকাল ৭.৫০: ‘সারে জাঁহা সে আচ্ছা’-র সুরে মাতবে কর্তব্যপথ। দেশের বিভিন্ন প্রান্তের ৩০০ জন শিল্পী নানা ধরনের বাদ্যযন্ত্রের সাহায্য ওই সুর শোনাবেন।
সকাল ৭.৪০: এবার দিল্লির কুচকাওয়াজে থাকছে মোট ৩১টি ট্যাবলো। থিম ‘স্বর্ণিম ভারত: বিকাশ অউর ভিরাসত’। নারীশক্তির জয়গান গেয়ে কর্তব্যপথে থাকছে বাংলার ট্যাবলোও। এই প্রথমবার ভারতীয় সেনার তিন বাহিনীর একত্রিতভাবে ট্যাবলো থাকছে অনুষ্ঠানে। প্রায় ৫ হাজার শিল্পী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন।
সকাল ৭.৩০: দিল্লির কর্তব্যপথে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। প্রতি মুহূর্তে পরীক্ষা করে নেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এবারের অনুষ্ঠানের প্রধান অতিথি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো। থাকছেন সমাজের বিভিন্ন স্তরের আরও ১০ হাজার অতিথি।
#WATCH | Delhi | Preparations underway on the Kartavya Path for the 76th Republic Day celebrations#RepublicDay2025 #RepublicDay pic.twitter.com/2Z6jExMgFY
— ANI (@ANI) January 26, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন