আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে শুক্র, মিথুনে রবি ও বৃহস্পতি, কর্কটে বুধ, সিংহে মঙ্গল ও কেতু, তুলায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি।
মেষ
সপ্তাহের প্রারম্ভে বড় কাজে সাফল্য আসবে। কাজের জায়গায় কোনও সিদ্ধান্ত নিতে সমস্যা হলে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ নিন। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল আশাব্যঞ্জক হবে। ব্যবসায়ীরা আলস্য ত্যাগ করে নতুন উদ্যমে ব্যবসা পরিচালনা করুন। বন্ধু-বান্ধবের সঙ্গে কোনও বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা করবেন না। কর্মপ্রার্থীরা কঠোর পরিশ্রমে ভয় পাবেন না। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। অহেতুক তর্ক-বিতর্কে নিজেকে জড়াবেন না। সপ্তাহের দ্বিতীয়ার্ধে-ভ্রমণের সুযোগ আসবে।
বৃষ
এই রাশির জাতক-জাতিকাদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা তাদের বাৎসরিক পরীক্ষার ভালো ফল করবে। ব্যবসায়ীরা এই সময় একটু সাবধানে আপনার ক্রেতাকে ঋণ দেওয়ার কথা ভাববেন। ঋণ পরিশোধ নিয়ে মনোমালিন্য হতে পারে। নিজেদের ব্যক্তিগত জীবনে অন্যের হস্তক্ষেপ মেনে নেবেন না। কর্মক্ষেত্রে কর্ম প্রতিভার বিকাশ ও আর্থিক উন্নতি। নতুন সম্পত্তি কেনার সুযোগ আসবে। তবে কেনার আগে আইনজ্ঞের দ্বারা কাগজপত্র পরীক্ষা করে নেবেন। সপ্তাহের শেষে বহুদিন ধরে চলা অর্থসমস্যা ধীরে ধীরে কেটে যাবে।
মিথুন
সপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। ঠিকাদার কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন কাজের বরাত পেতে পারেন। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন্য দুশ্চিন্তা থেকে মুক্তি। প্রলোভন বা প্ররোচনায় পা দিয়ে অর্থ নষ্ট করবেন না। গুরুজনদের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। ব্যবসায়ীরা তাঁদের ব্যবসায় উন্নতির যোগ লক্ষ্য করতে পারবেন। কন্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু গোলযোগ সৃষ্টি হতে পারে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। সৃষ্টিশীল কাজে দক্ষতার কারণে সম্মান বৃদ্ধি।
কর্কট
কর্মক্ষেত্রে কর্মপ্রতিভার বিকাশ ও আর্থিক উন্নতি। স্কুলপড়ুয়া সন্তানদের জন্য অতিরিক্ত চিন্তাভাবনা করবেন না। গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। ব্যবসায় মন্দাভাব ধীরে ধীরে কেটে যাবে। দাম্পত্য জীবনে নানা ঘাত-প্রতিঘাত থাকলেও সম্পর্ক ভাঙার চেষ্টা করবেন না। জলপথে ভ্রমণ এড়িয়ে চলুন। বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি। এই সপ্তাহে অত্যধিক খরচের জন্য সঞ্চয়ে টান পড়তে পারে। স্ত্রীর উদ্যমী স্বভাবের জন্য ব্যবসায় উন্নতি। পৈত্রিক ব্যবসায় অল্প কিছু বিনিয়োগ করতে পারেন। খেলোয়াড় জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ।
সিংহ
ব্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত্যাশা না করাই শ্রেয়। সপ্তাহের মধ্যভাগে লটারি বা শেয়ারে বাড়তি অর্থ হাতে আসতে পারে। এই সময় সন্তান-সম্পর্কিত সুসংবাদ পেতে পারেন। কর্মপ্রার্থীদের জন্য কোনও সুখবর আসতে পারে। বেসরকারি কর্মক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা জীবনে উন্নতির জন্য কর্ম পরিবর্তন করুন। হঠাৎ করে গুরুজন স্থানীয় কারোর স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধানের চেষ্টা করুন। আপনার অত্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন্য কিছু সময় ব্যয় করুন। স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। স্বার্থান্বেষী বন্ধুবান্ধবের থেকে সতর্ক থাকুন।
কন্যা
শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। রাস্তাঘাটে বা কর্মক্ষেত্রে বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা না করাই শ্রেয়। শ্বশুরকুলের-সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে জড়িয়ে পড়তে পারেন। অযাচিতভাবে কাউকে সাহায্য করতে যাবেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান্যতায় পদোন্নতি ও আর্থিক-উন্নতি। চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থলাভ হবে বেশি। রাজনীতিবিদরা সাংগঠনিক কাজে সুফল পেতে পারেন। বয়ঃসন্ধির সন্তানের উদ্ধত আচরণ কখনই সমর্থন করবেন না। অতিরিক্ত পরিশ্রমের জন্য এই রাশির জাতক-জাতিকার শারীরিক দুর্বলতার সৃষ্টি-হতে পারে। সপ্তাহের শেষে মানসিক শান্তির জন্য ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
তুলা
কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের জন্য মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পেতে পারে। সৃষ্টিশীল কাজে আপনার মেধার বিকাশে নাম ও যশ বৃদ্ধি পাবে। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। শিক্ষার্থীদের ভালো ফল করার জন্য কঠোর পরিশ্রম করতে হবে। পরিবারে কারোর চিকিৎসার জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে। অপ্রিয় সত্য বলার জন্য অনেকের কাছে বিরাগভাজন হতে পারেন। পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। আয়-ব্যয়ের সামঞ্জস্য রেখে চলার চেষ্টা করুন। এই সময় সর্দি-কাশি, জ্বরজারিতে কষ্ট পেতে পারন। সন্তানের অনৈতিক কাজকে সমর্থন করবেন না। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না।
বৃশ্চিক
দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অদ্যভাগে পূরণ হতে পারে। ছেলেমেয়েদের স্বাস্থ্য এই সময় খুব একটা ভাল নাও থাকতে পারে। শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচানোর জন্য সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন্য পরিশ্রম করুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। এই সময় পেটের সমস্যা দেখা দিতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টা শুভ। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল্য বৃদ্ধি পাবে।
ধনু
সপ্তাহের শুরুতে কোনও সুসংবাদ পেতে পারেন। কর্মপ্রার্থীদের জন্য কোনও সুখবর আসতে পারে। সন্তানের নতুন যোগাযোগের মাধ্যমে ভিন রাজ্যে কর্মপ্রাপ্তি। মধ্যবয়স্ক জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝে-মাঝে স্বাস্থ্য পরীক্ষা করুন। পৈত্রিক সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যোগী হতে হবে। প্রতিবেশীর সঙ্গে জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধানের চেষ্টা করুন। আপনার অত্যধিক কাজের চাপ থাকলেও পরিবারের জন্য কিছু সময় ব্যয় করুন। বাইরের ঝামেলায় নিজেকে জড়াবেন না। প্রতিবেশীর অন্যায় আচরণকে সমর্থন করবেন না। বহুদিন ধরে চলা অর্থসমস্যা ধীরে ধীরে কেটে যাবে। গুরুত্বপূর্ণ কাগজপত্র সাবধানে রাখুন।
মকর
সপ্তাহটি কর্মব্যস্ততার মধ্য দিয়ে চলবে। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় নতুন ব্যবসার সুযোগ আসবে। রাজনীতিবিদরা জনসংযোগ ও সমাজসেবার মাধ্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান। কর্মক্ষেত্রে উন্নতি ও বদলির সম্ভাবনা লক্ষ্য করা যায়। সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। প্রিয়জনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। কর্মসূত্রে বিদেশে যাবার সম্ভাবনা লক্ষ্য করা যায়। জমি-বাড়ি কেনার আগে জমি-সংক্রান্ত কাগজপত্র উপযুক্ত ব্যক্তিকে দিয়ে পরীক্ষা করে নেবেন। সপ্তাহের শেষে কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের এই সময় অতিরিক্ত বিনিয়োগ না করাই শ্রেয়।
কুম্ভ
বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। পিতার চিকিৎসায় স্বাস্থ্যের উন্নতিতে মানসিক চিকিৎসা থেকে মুক্তি। উচ্চ রক্তচাপ ও মধুমেহ রোগকে অবহেলা করবেন না। নববিবাহিতরা নিজেদের মধ্যে সম্পর্ক দৃঢ় করার জন্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্বকে মনের মধ্যে আসতে দেবেন না। নতুন যানবাহন কেনার যোগ আসতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অধ্যাপকদের জন্য সপ্তাহের মধ্যভাগ থেকে শুভ সময় আসছে। যে কোনও কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন।
মীন
পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক পরিস্থিতি ভালো হবে। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। নিজের জেদের জন্য সাংসারিক জীবনে শান্তি বিঘ্নিত হতে পারে। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। নতুন গৃহনির্মাণের জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। বয়স্ত জাতক-জাতিকারা হাঁটুর ব্যথায় কষ্ট পেতে পারেন। পিতামাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll