৫৫ বছর পর আত্মশুদ্ধি! মন্দিরে কুড়িয়ে পাওয়া দু’টাকার বদলে ১০ হাজার ফেরালেন ভক্ত

৫৫ বছর পর আত্মশুদ্ধি! মন্দিরে কুড়িয়ে পাওয়া দু’টাকার বদলে ১০ হাজার ফেরালেন ভক্ত

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৭০ সালে তামিলনাড়ুর একটি মন্দির চত্বর থেকে কুড়িয়ে পেয়েছিলেন ২ টাকার নোট। সেই টাকা না ফিরিয়ে পকেটে পুরেছিলেন। তারপর থেকেই ভুগছিলেন ‘অনুশোচনায়’। তাই ৫৫ বছর পর খামের মধ্যে একটি চিঠি দিয়ে ওই মন্দিরেই ১০ হাজার টাকা ফেরালেন এক ভক্ত! ওই চিঠিতে সেদিন ২ টাকার নোটটি না ফিরিয়ে পকেটে ভরার জন্য নিজের ভুল স্বীকার করেছেন। সম্প্রতি ছড়িয়ে গিয়েছে খবরটি।

ঘটনাটি ঘটেছে ইরোড জেলার নেরুঞ্জিপেট্টাইয়ের চেল্লান্ডি অম্মান মন্দিরে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার মন্দিরের কর্মকর্তারা প্রণামী বাক্সে একটি সাদা খাম দেখতে পান। সেটি খুলতেই ১০ হাজার টাকা ও একটি বেনামী চিঠি পাওয়া যায়। চিঠিটি খুলতেই অবাক হয়া যান সকলে। সেই চিঠিতে লেখা, ‘৫৫ বছর আগে মন্দির থেকে ২ টাকার নোট কুড়িয়ে পেয়েছিলাম। মালিককে খুঁজে না পাওয়ায় টাকাটি ফেরাতে পারিনি। কিন্তু বারবার মনে হয়েছে ওই টাকা মন্দিরে দিয়ে দেওয়া উচিৎ ছিল। তাই এখন ২ টাকার বিনিময়ে ১০ হাজার টাকা মন্দিরে ফিরিয়ে দিলাম।’

৫৫ বছর আগের ২ টাকা আজকের সময়ে দাঁড়িয়ে প্রায় ১০২ টাকার সমান। তবে ওই ব্যক্তি দিয়েছেন ১০ হাজার টাকা। অর্থাৎ সেই সময়ের ২ টাকার বর্তমান মূল্যের প্রায় ১০০ গুন বেশি টাকা ফিরিয়ে দিয়েছেন তিনি। এই খবরটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা বলছেন, ৫৫ বছর পর ১০০ গুন বেশি টাকা মন্দিরে ফিরিয়ে দিয়ে ভুলের ‘প্রায়শ্চিত্ত’ করেছেন ওই ব্যক্তি। এত বছর পরেও টাকা ফিরিয়ে দেওয়ায় নামহীন ব্যক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। তবে যেহেতু তিনি টাকা ফিরিয়ে দিয়েছেন তাই চিঠিটে নিজের নাম প্রকাশ করতে পারতেন বলে মনে করছেন অনেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *