অভ্রবরণ চট্টোপাধ্যায়, শিলিগুড়ি: গভীর খাদে গাড়ি পড়ে অঘটন। কালিম্পংয়ে পথেই মৃত্যু ৪ জনের। জখম আরও ৩ জন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে তাঁদের।
শুক্রবার ঘড়ির কাঁটায় রাত আটটা হবে। সেই সময় একটি গাড়ি পাথরঝোরা থেকে গ্যাংটক যাচ্ছিল। যাওয়ার পথে কালিম্পং থানা এলাকার ১০ নম্বর জাতীয় সড়কের মেল্লি কিরণি এলাকায় একটি গাড়ি খাদে পড়ে যায়। কমপক্ষে ৫০ ফুট গভীর খাদে গাড়িটি পড়ে যায় বলেই খবর। এই ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিহতেরা হলেন কমল সুব্বা। বছর চুয়াল্লিশের ওই ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন। অপর নিহতেরা হলেন সমীরা সুব্বা। বছর কুড়ির ওই তরুণী বোজোঝাড়ি এলাকার বাসিন্দা। এছাড়া জানুকা দর্জি এবং নীতা গুরুং নামে আরও দু’জন প্রাণ হারিয়েছেন। তাঁরা বোজোঝাড়ি এলাকায় থাকেন। এই দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন। তাঁরা হলেন সুনীতা থাপা, সান্দ্রিয়া রাই এবং সামিউল দর্জি। তাঁরা মেল্লি সিকিম হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অপরদিক থেকে আসা অন্য একটি গাড়ির জোরাল আলোর ফলে এই অঘটন ঘটে। যদিও পুলিশের তরফে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]