৪টি চুরি যাওয়া ফোন খুঁজল রেলের নয়া পোর্টাল, নতুন পদ্ধতিতে প্রথম সাফল্য পূর্বাঞ্চলে

৪টি চুরি যাওয়া ফোন খুঁজল রেলের নয়া পোর্টাল, নতুন পদ্ধতিতে প্রথম সাফল্য পূর্বাঞ্চলে

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সুব্রত বিশ্বাস: ট্রেনে চুরি যাওয়া ফোন উদ্ধারে নয়া সাফল্য রেলের। চুরির ফোন খুঁজে দিল সিইআইআর পোর্টাল। যাঁদের কাছে চারটিই ফোন ছিল তাঁরাই পূর্ব রেলের আওতায় আসানসোল আরপিএফের হাতে মোবাইলগুলি তুলে দিয়েছেন। কী করে কাজ করে এই পোর্টাল?

রেল সূত্রে জানা গিয়েছে, অভিযোগ পাওয়ার পর চোরাই ফোনের তথ‌্য সিইআইআর পোর্টালে তুলে দেয় আরপিএফ। এরপর সেই চোরাই ফোনে নতুন সিম ভরলেই পোর্টাল জানিয়ে দেয় ফোনটি চিহ্নিত করা হয়েছে। তাতে নতুন সিম নম্বর কী তাও জানা যায়। এমনকী সেই ফোন আর বন্ধ করা যায় না। এরপর আরপিএফের আধিকারিকের কাছে সেই তথ্য পৌঁছে যায়। আধিকারিক সেই ফোনে করে ব্যবহারকারীরকে জানান, ফোনটি চুরির ফোন। সেটি জমা করতে হবে। যাঁরা সেটি কেনেন বা ব‌্যবহার করতে শুরু করেন তাঁরা নিজেরাই সেটি জমা দিয়ে যান। এই পদ্ধতিতেই শুক্রবার আসানসোল আরপিএফের কাছে চারটি চোরাই ফোন জমা পড়েছে। তা শীঘ্রই তুলে দেওয়া হবে আসল মালিকদের হাতে।

সম্প্রতি টেলি কমিউনিকেশনের সঙ্গে গাঁটছড়া বেঁধে এই পদ্ধতি চালু করে রেল। প্রথমে অসমে চালু হলেও পরে তা ভারতীয় রেলের সর্বত্র চালু হয়। এবার পূর্বাঞ্চলে প্রথম চারটি চোরাই ফোন খুঁজে দিল সংশ্লিষ্ট পোর্টাল। পূর্ব রেলের আরপিএফের আইজি পরমশিব জানান, “এই পদ্ধতি পুরোপুরি সফল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *