‘৩-৪ জনের সঙ্গে পরকীয়া স্ত্রীর, মুসকানের মতো খুন করতে পারে’, আতঙ্কে রাস্তায় বিক্ষোভ স্বামীর

‘৩-৪ জনের সঙ্গে পরকীয়া স্ত্রীর, মুসকানের মতো খুন করতে পারে’, আতঙ্কে রাস্তায় বিক্ষোভ স্বামীর

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিরাটে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেছে স্ত্রী মুসকান রাস্তোগী। ঠিক একইভাবে তাঁকেও খুন করা হতে পারে। তিন থেকে চারজনের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে তাঁর স্ত্রীর। এমনই অভিযোগ তুলে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের রাস্তায় বিক্ষোভ দেখালেন অমিত কুমার সেন নামের এক যুবক।

৩৮ বছর বয়সি গোয়ালিয়রের জনকপুরীর বাসিন্দা ওই যুবকের অভিযোগ, “স্ত্রী আমার সঙ্গে প্রতারণা করেছে। আমার পুত্রকে খুন করেছে, এবার আমাকেও খুন করতে পারে। দেশের একাধিক জায়গায় এমন ঘটনা প্রকাশ্যে এসেছে যেখানে স্ত্রী প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করেছে। আমার স্ত্রীরও তিন-চারজন প্রেমিকা রয়েছে।” অমিতের দাবি, এই বিষয়ে থানাতেও জানিয়েছেন তিনি। তবে পুলিশ কোনও উদ্যোগ নেয়নি। এই অবস্থায় প্ল্যাকার্ড হাতে রাস্তায় বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। প্ল্যাকার্ডে মুখ্যমন্ত্রীর কাছে তিনি আবেদন জানিয়েছেন তাঁর স্ত্রীকে যেন অবিলম্বে গ্রেপ্তার করা হয়।

অমিতের আরও অভিযোগ, প্রেমিকের সঙ্গে মিলে ইতিমধ্যেই তাঁর বড় ছেলে হর্ষকে গ্রেপ্তার করেছেন তাঁর স্ত্রী। বর্তমানে ছোট ছেলেকে সঙ্গে নিয়ে রাহুল নামে এক যুবকের সঙ্গে থাকেন তাঁর স্ত্রী। যুবকের আশঙ্কা ছোট ছেলেকেও একইভাবে খুন করা হতে পারে। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধেও সরব হয়েছেন অমিত। তাঁর অভিযোগ, পুলিশকে বারবার বলা সত্ত্বেও কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। অবিলম্বে সুরক্ষা দেওয়া হোক তাঁকে। যদিও পুলিশের তরফে জানানো হয়েছে, সরকারিভাবে যদি এমন কোনও অভিযোগ আসে তবে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে পুলিশের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *