নয়াদিল্লি: শিক্ষা, চিকিৎসা, যোগ, আয়ুর্বেদ, দক্ষতা উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দেশের ৩টি প্রথমসারির বিশ্ববিদ্যালয়ের সঙ্গে মউ স্বাক্ষর করেছে পতঞ্জলি বিশ্ববিদ্যালয় এবং পতঞ্জলি গবেষণা সংস্থা। এই অনুষ্ঠানে মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়ার রাজা শংকর শাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইন্দ্রপ্রসাদ ত্রিপাঠী, ছত্তিশগড়ের দুর্গস্থিত হেমচাঁদ যাদব বিশ্ববিদ্যালয়ের উপাদার্য সঞ্জয় তিওয়ারি এবং মধ্যপ্রদেশের মহাত্মা গান্ধি চিত্রকুট গ্রামোদয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভরত মিশ্র উপস্থিত ছিলেন। দেশ গঠনে পতঞ্জলির উদ্যোগের প্রশংসা করেন তাঁরা। অনুষ্ঠানে পতঞ্জলির ইতিহাস, উদ্ভিদবিদ্যা, রোগ নির্ণয়, বিশ্ব ভেষজ সংহিতা সম্পর্কে বক্তব্য রাখেন পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আচার্য বালকৃষ্ণ। তিনি বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে, কৃষি বিপ্লব, যোগ বিপ্লব এবং শিক্ষা বিপ্লবের লক্ষ্যে শুরু হওয়া এই যাত্রা দেশের লক্ষ লক্ষ মানুষের উপকার করবে।’