৩ দিনের ফ্রান্স সফর মোদির, এআই থেকে পরমাণু শক্তি নিয়ে আলোচনা, কী পেল ভারত?

৩ দিনের ফ্রান্স সফর মোদির, এআই থেকে পরমাণু শক্তি নিয়ে আলোচনা, কী পেল ভারত?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সঙ্গে ফ্রান্সের বন্ধুত্ব বরাবরই খুব ভালো। তাঁর সফরের পর এই সম্পর্ক আরও মজবুত হয়েছে বলেই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ জানুয়ারি প্যারিসে পা রাখেন তিনি। এরপর যোগ দেন ‘এআই অ্যাকশন’ সামিটে। বৈঠকে বসেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে। একাধিক বিষয়ে চুক্তিবদ্ধ হন দুই রাষ্ট্রনেতা। মোদির এই তিনদিনের সফরে কতটা ঝুলি ভরল ভারতের?

জানা গিয়েছে প্রধানমন্ত্রীর এই সফরে প্রযুক্তি, পারমাণবিক শক্তি, দুদেশের সাংস্কৃতিক সম্পর্ক, স্থিতিশীলতা ও বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব জোরদার করার বিষয়েই জোর দেওয়া হয়। এআই অ্যাকশন সামিটে এক সঙ্গেই যোগ দিয়েছিলেন মোদি ও ম্যাক্রোঁ। বন্ধু মোদিকে আলিঙ্গন করে AI দুনিয়ায় বিপ্লবের বার্তা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট। পাশাপাশি ভারতে বিনিয়োগ করার ক্ষেত্রে এটাই সেরা সময় বলে বিশ্বকে বার্তা দেন মোদিও। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর এই সফর থেকে কতটা লাভবান হল দিল্লি।

কৃত্রিম মেধা নিয়ে ভারত-ফ্রান্স ঘোষণা: উভয় দেশই কৃত্রিম মেধা নিয়ে নৈতিক ও দায়িত্বশীল গবেষণার করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। এআই যাতে কোনওভাবেই সাধারণ মানুষের জন্য বিপদ ডেকে না আনে সেই জন্য সহযোগিতা বৃদ্ধিতেও এক মত হয়েছে ভারত ও ফ্রান্স।

‘ইন্ডিয়া-ফ্রান্স ইয়ার অফ ইনোভেশন ২০২৬’ – এর লোগো উন্মোচন: উদ্ভাবন এবং বৈজ্ঞানিক সহযোগিতা বৃদ্ধিতে ভারত ও ফ্রান্স হাত মিলিয়েছে। এই উদ্যোগকে সামনে রেখে আগামী কর্মসূচির জন্য লোগো উন্মোচন করা হয়েছে।

‘ইন্ডিয়া-ফ্রান্স সেন্টার ফর ডিজিটাল সায়েন্সেস’: ডিজিটাল বিজ্ঞানের জন্য এক কেন্দ্র প্রতিষ্ঠা করতে ও গবেষণা, উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (DST) এবং ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ডিজিটাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (INRIA) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

ভারতীয় স্টার্টআপগুলোকে সাহায্য: ভারতের উদ্যোগপতিদের উৎসাহ বাড়ানোর লক্ষ্যে, বিখ্যাত ফরাসি স্টার্টআপ ক্যাম্পাস, স্টেশন এফ-এ ভারতীয় ১০টি স্টার্টআপকে সাহায্য করার জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

পরমাণু চুল্লিতে অংশীদারিত্ব: পরবর্তী প্রজন্মের পারমাণবিক চুল্লি প্রযুক্তিতে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে একটি ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছে ভারত ও ফ্রান্সের মধ্যে।

পারমাণবিক শক্তি সহযোগিতার বিষয়ে মউ চুক্তি পুনর্নবীকরণ: পরমাণু শক্তি নিয়ে কাজ করার ক্ষেত্রে দুদেশের মধ্যে আগেই মউ স্বাক্ষরিত হয়েছিল। প্রধানমন্ত্রীর মোদির এই সফরের পর ভারত ও ফ্রান্সের সঙ্গে মধ্যে সেই চুক্তির পুনর্নবীকরণ হয়েছে।

ভারত ও ফ্রান্সের মধ্যে ত্রিমুখী উন্নয়ন সহযোগিতা: ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন, স্থায়িত্ব ও আর্থিক উন্নতির জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুদেশের মধ্যে।

মার্সেই শহরে ভারতীয় দূতাবাস: ফরাসি আধিকারিকদের সঙ্গে ফ্রান্সের মার্সেই শহরে ভারতীয় দূতাবাসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী মোদি। দুদেশের মানুষের মধ্যে বন্ধন ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

পরিবেশ রক্ষায় অংশীদারিত্ব: জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন, এবং পরিবেশ রক্ষায় ও উন্নয়নে সহযোগিতা বাড়ানোই লক্ষ্য। এর জন্য ভারতের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের সঙ্গে এবং ফ্রান্সের মন্ত্রক চুক্তি স্বাক্ষর করেছে।

সোমবার প্রধানমন্ত্রীর বিমান প্যারিসের মাটিতে নামার পর সেখানে তাঁকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বহু প্রবাসী ভারতীয়। বিমানবন্দরে ওঠে ‘মোদি মোদি’ স্লোগান ও ‘ভারত মাতা কি জয়’। সেখান থেকে বেরিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করেন মোদি। সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গন করতে দেখা যায় ম্যাক্রোঁকে। প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজেও যোগ দেন মোদি। সেই সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর বার্তা, ‘প্যারিসে আমার বন্ধু, প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে সাক্ষাৎ করে অত্যন্ত আনন্দিত।’ সব মিলিয়ে এই ভারত-ফ্রান্সের বন্ধুত্ব আরও মজবুত হবে বলেই মত কূটনৈতিক বিশেষজ্ঞদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *