‘২ লক্ষ দেব, টাইগার শ্রফকে খুন করতে হবে’, মুম্বই পুলিশের কাছে হুমকি ফোন! দায়ের FIR

‘২ লক্ষ দেব, টাইগার শ্রফকে খুন করতে হবে’, মুম্বই পুলিশের কাছে হুমকি ফোন! দায়ের FIR

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চব্বিশ সালের গোড়া থেকেই খুনের হুমকিতে জেরবার বলিউড! প্রথমে বিষ্ণোই গ্যাংয়ের তরফে সলমন খানকে প্রাণে মেরে ফেলার হুমকি আসে। এমনকী গোলাগুলি হয় ভাইজানের বাড়ির সামনেও। অক্টোবর মাসে সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিককে খুন করে ভাইজানকে খোলা হুমকি দেয় বিষ্ণোই গ্যাং। তার পরই গত নভেম্বর মাসে শাহরুখ-সলমনকে প্রাণে মেরে ফেলার জন্য মুম্বই পুলিশের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জোড়া হুমকি ফোন আসে! আবার পঁচিশ সালের জানুয়ারি মাসে, বান্দ্রায় নিজের বাসভবনেই হামলা হয় সইফ আলি খানের উপর। এবার খুনের হুমকি টাইগার শ্রফকে! 

বলিউড মাধ্যম সূত্রে খবর, সোমবার মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে আচমকাই এক ফোন আসে। যেখানে দাবি করা হয়, ২ লক্ষ টাকার বিনিময়ে টাইগার শ্রফকে মেরে ফেলার ‘সুপারি’ দেওয়া হয়েছে তাঁকে। স্বাভাবিকভাবেই এমন হুমকি ফোন আসায় ঘুম উড়ে যায় পুলিশ প্রশাসনের। কারণ গতবছরই ট্রাফিক কন্ট্রোল রুমে আসা বলিউড তারকাদের উদ্দেশে ঘন ঘন হুমকি ফোন, চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল প্রশাসনের কপালে! কে বা কারা বরাত দিয়েছে টাইগারকে খুনের জন্য? প্রাথমিকভাবে তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ফোনটি আদতে পাঞ্জাব থেকে এসেছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং। বয়স ৩৫। সেই ব্যক্তিই দাবি করেন, তাঁকে নাকি ২ লক্ষ টাকার অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফ পুত্রের খুনের বরাত দেওয়া হয়েছে। ফোন আসার পরই টাইগার শ্রফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি ভুয়ো দাবি করেছেন।তবে গপ্পো ফেঁদে ছাড় পাননি তিনি।

সংশ্লিষ্ট ঘটনায় খর থানায় এফআইআর দায়ের হয়েছে। প্রথমে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় মুম্বই পুলিশের তরফে। তারপর ভুয়ো তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। সূত্রের খবর, এরপরই জিজ্ঞাসাবাদের জন্য মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয় ধৃতকে। মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার নিমিত গোয়েল জানান, “একটি এফআইআর দায়ের করেছে। ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করা হয়েছে। এই হুমকি সম্পূর্ণ ভুয়ো, জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে ওই ব্যক্তি মনগড়া গল্প শুনিয়েছিলেন পুলিশকে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *