সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
মেষ রাশি: সম্পত্তি নিয়ে পরিবারে কারও সঙ্গে বিবাদ হতে পারে। প্রয়োজনে না বলতে শিখুন। অন্যজন কষ্ট পাবে ভেবে নিজের মনকে কষ্ট দেবেন না। কোনও ব্যক্তির পরামর্শ আর্থিকভাবে লাভবান করতে পারে। স্ত্রীর স্বাস্থ্য চিন্তায় রাখবে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা। নিজের স্বাস্থ্যের প্রতি নজর দিন।
বৃষ রাশি: দিনের শুরুতে কোনও ঝামেলায় জড়িয়ে পরতে পারেন। আদালত সংক্রান্ত মামলার রায় আপনার পক্ষে যেতে পারে। অফিস বা ব্যবসায়িক স্থানে আপনার ভদ্র ব্যবহারের প্রশংসা করা হবে। সামাজিক স্তরে যোগাযোগ বাড়বে। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন।
মিথুন রাশি: সপরিবারে ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায় ক্ষতি হতে পারে। জমি কেনা-বেচার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। প্রিয় মানুষের থেকে ঠকে যাওয়ার সম্ভাবনা। নতুন চাকরির সুযোগ আসবে। বিদ্যার্থীদের জন্য দিনটি অশুভ। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।
কর্কট রাশি: অফিসের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করুন। প্রয়োজন নেই এমন সামগ্রী কিনবেন না। তা আর্থিক অবস্থা দুর্বল করবে। যদি সম্ভব হয় তাহলে দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন। দিনের শেষ ভাগে কোনও ভালো খবর পেতে পারেন। ব্যবসায় আর্থিক লাভের মুখ দেখবেন।
সিংহ রাশি: দিনের শুরুতেই ভালো খবর পেতে পারেন। আর্থিক উন্নতি ঘটবে। বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটান। জীবনসঙ্গীকে সময় দিন। বিদ্যার্থীদের জন্য ভালো সুযোগ আসবে। সুগারের রোগীরা চিকিৎসকের কথা মেনে চলুন। ভ্রমণের জন্য দিনটি শুভ।
কন্যা রাশি: আজকের দিনটি আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। আর্থিক দিক থেকে দিনটি শুভ। অপ্রত্যাশিত লাভের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। নিজেকে সংযত করুন। পিতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় খরচ বাড়বে।
তুলা রাশি: দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসা শুরু করার জন্য আজকের দিনটি শুভ। ছোটখাটো শারীরিক সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর্থিক দিক থেকে কিছুটা সচ্ছলতা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে।
বৃশ্চিক রাশি: মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
ধনু রাশি: পারিবারিক ক্ষেত্রে কিছু চাপ আসতে পারে। ধৈর্যের সঙ্গে অপেক্ষা করুন। বিশ্বস্ত কাউকে নিজের মনের কথা খুলে বলার সুযোগ পাবেন। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখুন। ব্যবসায় লাভের সুযোগ রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন।
মকর রাশি: কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে কিছুটা টানাপোড়েন থাকতে পারে। বুঝে খরচ করুন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন। নিজের ক্রোধকে সংবরণ করুন। অহেতুক ঝামেলায় জড়াবেন না।
কুম্ভ রাশি: দীর্ঘদিনের কোনও ইচ্ছা পূরণ হতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হোন। নতুন কিছু শেখার সুযোগ আসবে। দাম্পত্য জীবনে শান্তি বজায় থাকবে।
মীন রাশি: সঞ্চয়ের চেষ্টা করুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরে কাজ করুন, সাফল্য আসবেই। পারিবারিক জীবনে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন। নিজের ওপর বিশ্বাস রাখুন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন