সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ‘ফেরার’ সোশাল মিডিয়াতেই বুক চাপড়ে বলেছিলেন, “সুস্মিতা সেনের (Sushmita Sen) সঙ্গে প্রেম করছি। বিয়েটাও একদিন হয়ে যাবে।” অনুরাগীরা বেজায় হতাশ হয়েছিলেন এমন ঘোষণায়। অভিনেত্রীকে ‘গোল্ড ডিগার’ বলেও কম কটাক্ষ শুনতে হয়নি। তবে ‘আমার অর্ধাঙ্গিনী’ বলে সম্বোধন করা সুস্মিতা সেনের সঙ্গেও সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন ললিত মোদি (Lalit Modi)। বর্তমানে রহস্যময়ী নারীতে মজে তিনি। শুক্রবার ললিত ভ্যালেন্টাইনস ডে’র পোস্ট দিতেই সুস্মিতার খোঁজে উত্তাল নেটপাড়া।
পোস্টে যে রহস্যময়ী সুন্দরীকে দেখা গিয়েছে, ললিতের সঙ্গে তাঁর বিগত পঁচিশ বছরের বন্ধুত্ব। ক্যাপশনে লেখা- “মানুষ একবার ভাগ্যবান হয়। কিন্তু আমি দু বার ভাগ্যবান হয়েছি। যখন ২৫ বছরের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হল। আশা করি তোমাদের সকলের জন্যও তাই হবে। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে।” যদিও পোস্টে রহস্যময়ী নারীর কোনও পরিচয় তিনি কোলসা করেননি। তবে নেটপাড়ার একাংশ প্রশ্ন ছুঁড়ে দিয়েছে, ‘এত তাড়াতাড়ি সুস্মিতা সেনকে ভুলে গেলেন?’ কেউ বা আবার ললিত মোদির নতুন প্রেমিকার সঙ্গে সুস্মিতার তুলনা টেনে বিশ্বসুন্দরীকে এগিয়ে রাখলেন। সবমিলিয়ে ললিত মোদির প্রেমদিবসের পোস্ট চর্চার শিরোনামে।
প্রসঙ্গত, বাইশ সালের জুলাই মাসে সুস্মিতার উদ্দেশে ললিতের পোস্ট শোরগোল ফেলে দিয়েছিল নেটদুনিয়ায়। যিনি কিনা বছর খানেক ধরেই দেশ থেকে ফেরার। উপরন্তু আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত। শেষমেশ তাঁর প্রেমেই পড়েছেন সুস্মিতা সেন, এমনটা সহ্য করতে পারেননি অভিনেত্রীর অনুরাগীরা। জোর কটাক্ষও করেন তাঁকে। এরপরই সুস্মিতা মাঠে নেমে জানান, “বিয়ে করিনি। আংটিও পরিনি। তবে ভালবাসার বন্ধনে রয়েছি।” সেই পোস্টেও চর্চা জারি ছিল মাসখানেক। তারপর মাঝখানে সব চুপ! বর্তমানে অভিনেত্রী ব্যস্ত তাঁর প্রাক্তন প্রেমিক রোহমান শলের সঙ্গে। প্রেম আছে কি নেই সেই বিষয়ে খোলসা না করলেও সুস্মিতা সাফ জানিয়ে দিয়েছেন যে, রোহমানের সঙ্গে তাঁর বন্ধুত্ব অটুট! উলটোদিকে এবার প্রেমদিবসের পোস্টে আচমকাই অন্য রহস্যময়ীর সঙ্গে ভিডিও দিয়ে চর্চার শিরোনামে ললিত মোদি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন