সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টার মধ্যেই মার্কিন আদালতে স্বস্তি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের। পারস্পরিক শুল্কনীতি চাপানোর সিদ্ধান্ত অনৈতিক বলে জানিয়েছিল আমেরিকার বাণিজ্য আদালত। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আদালতে আবেদন করে ট্রাম্প প্রশাসন। আপাতত সেই আবেদনের ভিত্তিতে স্বস্তিতে ট্রাম্প। বাণিজ্য আদালতের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছে আপিল আদালত।
বুধবার আমেরিকার এক আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক আদালত সাফ জানিয়ে দেয়, ট্রাম্প তাঁর ক্ষমতা-বহির্ভূত কাজ করেছেন। তিনি আইনসভার সদস্যদের সঙ্গে আলোচনা না করেই বিভিন্ন দেশের উপর অতিরিক্ত কর চাপিয়েছেন। কিন্তু আদালতের এই আদেশের কাছে মাথা নত করতে রাজি নয় ট্রাম্প প্রশাসন। তাদের পালটা যুক্তি, চিনের আগ্রাসন দমন আর ভারত-পাকিস্তানের সংঘাত থামাতে ‘শুল্কবাণ’ প্রয়োগ করেছিলেন প্রেসিডেন্ট। ফলে কোর্টের এই নির্দেশে সবটাই ঘেঁটে যাবে।
বাণিজ্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল আদালতে আবেদন করে মার্কিন প্রশাসন। সেখানে তাদের তরফে বলা হয়, শুল্কনীতি প্রত্যাহার করে নিলে আমেরিকার জাতীয় সুরক্ষা বিঘ্নিত হবে।