২৪২.৪১ কোটি টাকার ওয়াগানস তৈরির সুযোগ পেল জুপিটার ওয়াগনস লিমিটেড

২৪২.৪১ কোটি টাকার ওয়াগানস তৈরির সুযোগ পেল জুপিটার ওয়াগনস লিমিটেড

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম বেসরকারি রেলওয়ে ওয়াগন লিজ কোম্পানি গ্যাটক্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড সম্প্রতি ২৪২.৪১ কোটি টাকার একটি বড় অর্ডার দিলেন জুপিটার ওয়াগনসকে। জুপিটার ওয়াগনস লিমিটেড একটি বেসরকারি সংস্থা। তারা রেলওয়ে মালবাহী ওয়াগন, যাত্রীবাহী কোচ, ওয়াগনের উপাদান, কাস্ট ম্যাঙ্গানিজ স্টিল ক্রসিং এবং কাস্টিং তৈরি করে থাকে।

সম্প্রতি এই চুক্তির আওতায় জুপিটার ওয়াগনস ৫৮৩টি বিশেষ ধরনের ওয়াগন তৈরি করবে বলে জানা যাচ্ছে। এই অর্ডারের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়াগান সরবরাহ করবে জুপিটার।

(১) বিএলএসএস ওয়াগন: এটি মূলত কন্টেইনার পরিবহনের জন্য তৈরি করা হবে। এই ওয়াগনগুলির উচ্চ ধারণক্ষমতা রয়েছে। এছাড়া এটি বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(২) এসিটি-টু ওয়াগন: এটি দুই স্তরের বিশেষ ওয়াগন, যা এসইউভি-এর মতো গাড়ি পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি একসঙ্গে ১০টি এসইউভি গাড়ি বহন করতে সক্ষম। এই ওয়াগান গাড়ি লোডিং-আনলোডিং-এর কাজ সহজ করবে।

(৩) বিওক্সএনএইচএল ওয়াগন: এটি খোলা ছাদের একটি ওয়াগন যা কয়লা, আকরিক লোহা এবং অন্যান্য বড় পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত করা হবে। এটির বহনক্ষমতা ৭০ টনের বেশি। এই ওয়াগানের উন্নত ব্রেক সিস্টেম রয়েছে। ভারী পণ্য পরিবহনের জন্য খুবই উপযোগী।

জুপিটার ওয়াগনসের ম্যানেজিং ডিরেক্টর বিবেক লোহিয়া বলেন, “GATX India-এর সঙ্গে আমাদের সম্পর্ক আরও মজবুত হওয়ায় আমরা ভীষণ খুশি। তাঁদের সঙ্গে এই চুক্তিটি আমাদের গ্রাহক পরিসর বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি।”

এই অর্ডারটি জুপিটার ওয়াগনসের বাজার অবস্থানকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। কোম্পানিটি রেল, সড়ক ও সামুদ্রিক পরিবহনের জন্য উন্নত মানের ওয়াগান তৈরিতে ইতিমধ্যেই ব্যতিক্রমী স্বাক্ষর তৈরি করেছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *