অর্ক দে, বর্ধমান: ২১ জুলাইয়ের কলকাতার ধর্মতলার সভা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কংগ্রেস কর্মীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নবাবহাট মোড়ে। মৃতের নাম মধুসূদন পাল(৭০)। তাঁর বাড়ি পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার বিদবিহারের বেতা এলাকায়।
জানা গিয়েছে, শহিদ দিবস উপলক্ষ্যে কাঁকসা থানার বিদবিহারের বেতা এলাকা থেকে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা বাসভাড়া করে এদিন কলকাতার ধর্মতলায় গিয়েছিলেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চ থেকে এদিন একাধিক বার্তা দেন। সভা শেষে তৃণমূল কর্মীরা বাড়ি ফেরার পথ ধরেন। বিদবিহারের বেতা এলাকা থেকে আসা তৃণমূল কর্মী-সমর্থকরা বিকেলের পর কলকাতা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন। এদিন সন্ধ্যায় বর্ধমানের নবাবহাট মোড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের একটি বাস থেমেছিল।
বৃদ্ধ মধুসূদন পাল বাস থেকে নেমে ১৯ নম্বর জাতীয় সড়ক পেরিয়ে রাস্তার উলটো দিকের একটি দোকানে যাচ্ছিলেন বলে খবর। সেই সময়ই দ্রুতগতিতে আসা একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তিকে ধাক্কা মারে। রক্তাক্ত অবস্থায় ছিটকে পড়েছিলেন মধুসূদন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় জাতীয় সড়কের উপর। দুর্ঘটনার খবর পেয়ে নবাবহাট থানার পুলিশ সেখানে যায়। মৃতদেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার সংবাদে অন্যান্য এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরাও সেখানে বাস দাঁড় করান। মৃতের বাড়িতে দুঃসংবাদ পাঠানো হয়েছে। ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘাতক বাসটির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।