২১ জুলাইয়ের আগে রাজ্যে ফের প্রধানমন্ত্রী মোদি, দমদমে হতে পারে সভা

২১ জুলাইয়ের আগে রাজ্যে ফের প্রধানমন্ত্রী মোদি, দমদমে হতে পারে সভা

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


রূপায়ণ গঙ্গোপাধ্যায়: তৃণমূলের শহিদ দিবস, ২১ জুলাইয়ের আগেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, আগামী ১৮ তারিখ তাঁরস সম্ভাব্য বাংলা সফর। দমদম কিংবা বারাসতের কোথাও জনসভা হতে পারে।  জানা যাচ্ছে, বারাসত, বনগাঁ, বারাকপুর, কলকাতা উত্তর – এই চার সাংগঠনিক জেলাকে নিয়ে জনসভা করবেন মোদি। এসব জায়গার নেতা, কর্মী, সমর্থকরা ইতিমধ্যে জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে খবর। এর আগে মে মাসে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সভা করে গিয়েছেন প্রধানমন্ত্রী। এবার দক্ষিণবঙ্গে তাঁর জনসভা। ২১ জুলাই, তৃণমূলের শহিদ দিবসের আগে মোদির এই সভা নিঃসন্দেহে বিশেষ গুরুত্বপূর্ণ।

 

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিক ভাবে কাম্য।]
  



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *