২০ কেজি ওজন কমানোর পরেই আচমকা হাসপাতালে ছুটলেন রোহিত, কী হয়েছে হিটম্যানের?

২০ কেজি ওজন কমানোর পরেই আচমকা হাসপাতালে ছুটলেন রোহিত, কী হয়েছে হিটম্যানের?

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ২০ কেজি ওজন কমিয়ে বিসিসিআইয়ের ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। তারপরেই আচমকা হাসপাতালে ছুটলেন রোহিত শর্মা। সোমবার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ঢুকছেন হিটম্যান। সেই ভিডিও দেখেই নেটিজেনদের প্রশ্ন, রোহিত সুস্থ রয়েছেন তো? আগামী মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবেন তো?

আইপিএলের সময়ে শেষবার মাঠে নেমেছিলেন রোহিত। দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। যথেষ্ট ওজন বেড়ে গিয়েছিল হিটম্যানের। যা নিয়ে রীতিমতো ট্রোল হতে হয়েছিল টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ককে। তাই অনেকেই সন্দিহান ছিলেন, হিটম্যানের ফিটনেস নিয়ে। কিন্তু সেই রোহিত নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন। জানা গিয়েছে, ২০ কেজি ওজন ঝরিয়েছেন তিনি, তাও মাত্র চার মাসে।

সম্প্রতি মুম্বই বিমানবন্দরে রোহিতকে কালো পোশাকে দেখা গিয়েছিল। যা দেখে ভক্তরা তো অবাক! নেটিজেনরা বলছেন, ‘এয়ারপোর্ট লুকে’ হিটম্যানকে দেখে দারুণ লাগছে। ওজন কমানো দেখে তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোহিতকে। ফিটনেস পরীক্ষায় পাশ করার পর ওয়ানডে অধিনায়ক জানিয়েছিলেন, স্ট্যামিনা ও স্ট্রেংথের উপর জোর দিয়েছেন। আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

কিন্তু সেই প্রস্তুতির ফাঁকেই হঠাৎ হাসপাতালে দেখা গেল রোহিতকে। সোমবার তিনি গিয়েছিলেন মুম্বইয়ের বিখ্যাত কোকিলাবেন হাসপাতালে। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, সিঁড়ি দিয়ে বেশ ধীর পায়ে উঠছেন রোহিত। ভক্তদের দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু রোহিত কেন হাসপাতালে গেলেন, সেই নিয়ে কিছুই জানা যায়নি। হিটম্যান ভক্তদের একাংশের আশঙ্কা, রোহিতের কোনও সমস্যা হয়েছে বলেই হাসপাতালে গিয়েছেন তিনি। তবে অস্ট্রেলিয়া সফরের আগে একমাসেরও বেশি সময় রয়েছে। ফলে রোহিতের সমস্যা হলেও সুস্থ হয়ে ওঠার সময় রয়েছে যথেষ্ট।

 
 
 
 
 
View this put up on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by F I L M Y G Y A N (@filmygyan)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *