হেমন্ত মৈথিল: ২০৪৭ সালের মধ্যে কৃষিক্ষেত্রে উত্তরপ্রদেশ হয়ে উঠবে বিশ্বসেরা। ‘বিকশিত উত্তরপ্রদেশ ২০২৪’ (Viksit UP @2047) লক্ষ্য নিয়ে তার রূপরেখা তৈরি করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এই রূপরেখার মূল লক্ষ্য হল কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রযুক্তি ও উন্নয়ন। যোগীর ঘোষণা, কৃষি ও শিল্পক্ষেত্রকে যৌথ ভাবে অগ্রগতির মাধ্যমে ভারতকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া হবে।
‘বিকশিত উত্তরপ্রদেশ ২০২৪’-এর রূপরেখা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ফসল উৎপাদনে উত্তরপ্রদেশকে দেশের সেরা হিসেবে গড়ে তোলা হবে। এরপর ধাপে ধাপে ২০৪৭ সালের মধ্যে উত্তরপ্রদেশ মেক্সিকো, চিন, ফ্রান্স ও আমেরিকাকে ছাড়িয়ে যাবে। এই সময়কালে রাশিয়া, অস্ট্রেলিয়া, কানাডা মতো কৃষিজ পণ্য রপ্তানিকারী দেশগুলির সঙ্গে পাল্লা দেবে রাজ্য। এই লক্ষ্য পূরণে সরকার যে নীতি নিয়েছে তা হল, স্টোরেজ ও কৃষিজ পণ্যের মূল্য নির্ধারণ, প্রক্রিয়াকরণ অবকাঠামো (PACS, FPO, মেগা ফুড পার্ক, কোল্ড চেইন), কৃষি সংক্রান্ত শিক্ষা, উদ্ভাবন এবং গবেষণা, দীর্ঘমেয়াদী খাদ্য উৎপাদন, বৈজ্ঞানিক কৌশলের সম্প্রসারণ এবং নানাবিধ ফসল উৎপাদন।
মুখ্যমন্ত্রী জানান, ২০১৭ সালের আগে উত্তরপ্রদেশ কৃষি উৎপাদনে পিছিয়ে ছিল। বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারের চল একটা ছিল না এবং কৃষকরা তাঁদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য সবসময় পেতেন না। কোল্ড চেইন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সুবিধা ছিল না বললেই চলে। তবে, গত আট বছরে পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। নয়া সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তির যুক্ত করেছে। মান্ডি ব্যবস্থা শক্তিশালী করা, স্টোরেজ এবং কোল্ড চেইন পরিকাঠামো সম্প্রসারণ করা এবং FPO মডেলের প্রচারকে অগ্রাধিকার দিয়েছে। ফলস্বরূপ, উত্তরপ্রদেশ এখন কৃষি উৎপাদনশীলতা এবং বৈচিত্র্য উভয় ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভাবে এগিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন