২০২৭ সালে প্রথম মহিলা বিচারপতি পাবে দেশ, তবে মাত্র ৩৬ দিনের জন্য!

২০২৭ সালে প্রথম মহিলা বিচারপতি পাবে দেশ, তবে মাত্র ৩৬ দিনের জন্য!

স্বাস্থ্য/HEALTH
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন বিচারপতি বিআর গাভাই। ২৩ নভেম্বর পর্যন্ত তিনি এই পদে থাকবেন। মাত্র ৬ মাসের জন্য তাঁর প্রধান বিচারপতি থাকাটা যদি স্বল্পমেয়াদের মনে হয়, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে বিভি নাগরত্ন যিনি দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হবেন তিনি ওই পদে থাকবেন মাত্র ৩৬ দিনের জন্য। এবং এতেও তিনি দেশের সবচেয়ে স্বল্পমেয়াদি প্রধান বিচারপতির নজির গড়তে পারবেন না!

স্বাধীনতার ৭৫ বছর পেরিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টও প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়ই। কিন্তু আজও কোনও মহিলা দেশের প্রধান বিচারপতি হননি। এখনও পর্যন্ত যে ৫১ জন দেশের প্রধান বিচারপতি হয়েছে তাঁদের সকলেই পুরুষ। এবং এযাবৎ সুপ্রিম কোর্টে মাত্র ১১ জন মহিলা বিচারপতি পেয়েছে দেশ। এই পরিস্থিতিতে জানা যাচ্ছে, ২০২৭ সালে প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বিচারপতি নাগরত্ন। যদিও মাত্র ৩৬ দিনের জন্য ওই পদে থাকবেন তিনি। তবে এটা সবচেয়ে কম সময়ের জন্য ওই পদে থাকা নয়। বিচারপতি কমলনারায়ণ সিং মাত্র ১৭ দিন ওই পদে ছিলেন। তালিকায় তাঁর পরেই বিচারপতি এস রাজেন্দ্র বাবু। তিনি ছিলেন ২৯ দিন। সবচেয়ে বেশিদিন ওই পদে ছিলেন যশবন্ত বিষ্ণু চন্দ্রচূড়। তিনি ৭ বছর ১৩৯ দিন দেশের প্রধান বিচারপতি ছিলেন।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের প্রধান বিচারপতির মেয়াদ নিয়ে বিতর্ক বহুদিন ধরেই রয়েছে। সম্প্রতি ডিওয়াই চন্দ্রচূড় দেশের প্রধান বিচারপতি থাকার সময় তিনি হাই কোর্টে আটজন বিচারপতি নিয়োগ করেছিলেন। তাঁদের মধ্যে বিচারপতি রাজীব শকধের মাত্র ২৪ দিনের জন্য হিমাচল হাই কোর্টের প্রধান বিচারপতি হয়েছিলেন। আসলে সুপ্রিম কোর্ট বা হাই কোর্টের ক্ষেত্রের প্রধান বিচারপতি নিয়োগ করা হয় ‘সিনিয়রিটি’র বিচারে। এমনকী হাই কোর্টের বিচারপতিদের সুপ্রিম কোর্টে উন্নীত করা হয় সেই নিরিখেই। সেই কারণেই বেশির ভাগ তাঁরা দায়িত্ব পাওয়ার কাছাকাছি সময়ই অবসর নিতে হয় তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *