২০২৫ থেকেই WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি দিল পাবলিক সার্ভিস কমিশন

২০২৫ থেকেই WBCS পরীক্ষায় বাংলা বাধ্যতামূলক! বিজ্ঞপ্তি দিল পাবলিক সার্ভিস কমিশন

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


মলয় কুণ্ডু: ডব্লুবিসিএস পরীক্ষায় বাংলা বাধ‌্যতামূলক আগেই করা হয়েছিল। এবার তাতে পড়ল চূড়ান্ত সিলমোহর। রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল পরীক্ষায় বাধ‌্যতামূলক হিসাবে থাকছে বাংলা।

আগে বাংলা ছাড়াও নেপালি, হিন্দি ও উর্দু ভাষার মধ্যে একটি বেছে নেওয়া যেত। কিন্তু  দীর্ঘিদিন ধরেই দাবি ছিল, পশ্চিমবঙ্গে যাঁরা প্রশাসনিক কাজে যুক্ত হবেন, তাঁদের বাংলা ভাষা জানতেই হবে। অর্থাৎ, পরীক্ষায় বাংলা বাধ‌্যতামূলক করতে হবে। সম্প্রতি পিএসসি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২০২৩ সালের ১৫ মার্চ ও ২০২৪ সালের ২৪ জুলাইয়ের যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল পরীক্ষার ‘স্কিম অ‌্যান্ড সিলেবাস’ বিষয়ক তা ২০২৫-এ ডব্লুবিসিএস (এক্সিকিউটিভ) পরীক্ষায় লাগু হতে চলেছে।

এদিন এই বিষয়ে ‘বাংলা পক্ষ’র সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ‌্যায় জানান, এটা বাংলা পক্ষের ঐতিহাসিক জয়। বাংলা পরীক্ষা না দিয়ে হিন্দি বা উর্দু দিয়ে বাংলায় আর ডব্লুবিসিএস বা ডব্লুবিপিএস হওয়া যাবে না। এর জন‌্য রাজ‌্য সরকার ও মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন‌্যবাদ জানিয়ে তিনি বলেন, দেশের সব রাজ্যের সরকারি পরীক্ষায় সেখানকার ভাষা বাধ্যতামূলক। এবার পশ্চিমবঙ্গও সেই তালিকায় যোগ হল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *