২০২৪ সালেই শেফালির মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী! জন্মছকে কোন গ্রহের দোষ?

২০২৪ সালেই শেফালির মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন জ্যোতিষী! জন্মছকে কোন গ্রহের দোষ?

ইন্ডিয়া খবর/INDIA
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র বিয়াল্লিশেই প্রয়াত হিন্দি সিনেদুনিয়ার ‘রাতপরী’ শেফালি জরিওয়ালা (Shefali Jariwala)। যাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিলেই হাসিখুশি জীবনযাপনের ঝলক মেলে, সেই তরতাজা প্রাণ কীভাবে অচিরেই ঝরে গেল? কিছুতেই তাঁর আকস্মিক প্রয়াণের খবর বিশ্বাস করতে পারছেন না ইন্ডাস্ট্রির সহকর্মী-বন্ধুদের পাশাপাশি অনুরাগীরা! তবে জানেন কি, ২০২৪ সালেই অভিনেত্রীর জন্মছক দেখে ‘অশনি সংকেতে’র আভাস দিয়েছিলেন পরেশ ছাবড়া। সেলেব পডকাস্টার জ্যোতিষীর সেই পর্বের ভিডিও বর্তমানে হু হু করে ভাইরাল নেটপাড়ায়।

গতবছর পরেশ ছাবড়ার শোয়ের এক পর্বে অতিথি হিসেবে হাজির ছিলেন শেফালি জরিওয়ালা। সেখানেই ‘কাঁটা লাগা গার্ল’-এর আকস্মিক মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন এই পডকাস্টার। কী বলেছিলেন তিনি? শোয়ের ভাইরাল হওয়া ওই পর্বের ভিডিওতে শেফালির জন্মছক হাতে পরেশকে বলতে শোনা যায়, “চন্দ্র এবং কেতু অষ্টম ঘরে থাকা মারাত্মক বিপজ্জনক। সঙ্গে বুধ থাকলে সেটা গোদের উপর বিষফোঁড়ার মতো কাজ করে। চন্দ্র, কেতুর সঙ্গে বুঝের এই অবস্থান আকস্মিক মৃত্যুর ইঙ্গিত কিংবা জীবনে সমূহ ক্ষতি হওয়ার আশঙ্কা ডেকে আনে। শেফালি, আপনার জন্মছকে চন্দ্র, কেতু অষ্টম ঘরে বসে রয়েছে, যা ভীষণ বিপজ্জনক বলেই মনে হচ্ছে।” পরেশ ছাবড়ার সেসব কথা তখন মন দিয়ে শুনছিলেন অভিনেত্রী। যদিও শেফালি জ্যোতিষশাস্ত্র কিংবা জন্মছকে বিশ্বাস করেন কিনা, তিনি সেকথা খোলসা করেননি! তবে তাঁর মৃত্যুর পর পরেশ ছাবড়ার পডকাস্টের সেই অংশ দাবানল গতিতে ভাইরাল। শুক্রবার গভীর রাতে সেই ভবিষ্যদ্বাণীই যেন সত্যি হল, আকস্মিকভাবেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন ‘কাঁটা লাগা গার্ল’।



উল্লেখ্য, এই শোয়ে শেফালি জরিওয়ালা জানিয়েছিলেন তাঁর মৃগীরোগে আক্রান্ত হওয়ার খবর। পনেরো বছর বয়স থেকে কীভাবে সেই রোগ তাঁকে জীবনের প্রতিটা পদে ভুগিয়েছে, সেসব কথাও শেয়ার করেছিলেন তিনি। প্রসঙ্গত, এই মৃগীরোগের জন্যই বলিউডে সেভাবে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি তিনি। ২০০২ সালে ডিস্কো-ঠেকে ঝড় তোলা সেই দুঃসাহসী তরুণী শরীরী আবেদনে প্রিয়াঙ্কা চোপড়া, এমনকী লারা দত্তকেও টেক্কা দিতেন। তবে তাঁর কেরিয়ারে বাদ সাধে মৃগী রোগ!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *