সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদকে মুছে ফেলতে ‘অপারেশন সংকল্প’ চালাচ্ছে যৌথ বাহিনী। সেই অপারেশনেই শহিদ হয়েছে সিআরপিএফের দু’বছর বয়সি স্নিফার ডগ রোলো। সিআরপিএফের সঙ্গে মাওবাদ দমন অভিযানে অংশ নেওয়া এই চারপেয়টি ২০০ বারের বেশি মৌমাছির কামড় খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সিআরপিএফের এক আধিকারিক জানিয়েছেন, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানায় অবস্থিত কারেগুট্টা পাহাড়ে ২১ দিন ধরে চলা এই মাওবাদী দমন অভিযানে আধাসেনার এই স্নিফার ডগ একাধিক IED বিস্ফোরক খুঁজে পেতে সহযোগিতা করেছিল। অভিযান চলাকালীন মৌমাছির আক্রমণে অসুস্থ হয়ে পড়ে রোলো। এরপর গত ২৭ এপ্রিল মারা যায় সে। সিআরপিঅফের ডিজি রোলোকে মরোণত্তোর মেডেল দেওয়ার কথা ঘোষণা করেছেন।
ছত্তিশগড় পুলিশ ও সিআরপিএফের যৌথ অভিযানে কারেগুট্টায় ৩১ মাওবাদী মারা পড়েছে বলে জানিয়েছেন আধিকারিকরা। এই অপারেশনকে মাওবাদের বিরুদ্ধে ব্যাপক জয় বলে জানানো হয়েছে। এদিকে এই অভিযানে প্রায় ১৮ জন আধাসেনা জওয়ান আহত হয়েছেন। IED বিস্ফোরণে বেশ কয়েকজনের পায়ে আঘাত লেগেছে বলেও জানা গিয়েছে।
উল্লেখ্য, বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘অপারেশন সংকল্প’-র দায়িত্বে থাকা আধিকারিকরা দাবি করেছিলেন, বর্তমানে মাওবাদীদের শেষ গড় হয়ে উঠেছে ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানায় অবস্থিত কারেগুট্টা পাহাড়। তাদের নিকেশ করতে অত্যন্ত দুর্গম এই পাহাড় ঘিরে ফেলে অভিযান চালাচ্ছে নিরাপত্তাবাহিনী। গত ২৪ দিনে এখানে খতম করা হয়েছে ৩১ মাওবাদীকে। এদিকে এই অভিযানকে মাওবাদ দমনে অন্যতম সাফল্য বলে দাবি করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “আগে যেখানে লাল পতাকা উড়ত, সেখানে আজ তিরঙ্গা উড়ছে।”