২০০ কোটি টাকার তছরূপ মামলায় বিপাকে জ্যাকলিন, কী জানাল দিল্লি হাই কোর্ট?

২০০ কোটি টাকার তছরূপ মামলায় বিপাকে জ্যাকলিন, কী জানাল দিল্লি হাই কোর্ট?

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০ কোটি টাকার দুর্নীতি মামলায় বিপাকে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। সুকেশের মামলা থেকে মুক্তির জন্য জামিনের আবেদন করেছিলেন তিনি। দিল্লি হাই কোর্টের বিচারপতি অনিশ দয়ালের বেঞ্চে ওই মামলা দায়ের হয়। তবে বৃহস্পতিবার সেই আর্জি খারিজ করে দেয় আদালত।

২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত সুকেশ। তার সঙ্গে সম্পর্কের জেরেই আইনি জটিলতায় জড়াতে হয়েছে জ্যাকলিনকে। ইডি আদালতে পেশ করা হলফনামায় জানিয়েছে যে, অভিনেত্রী সুকেশের থেকে ৫ কোটি ৭১ লক্ষ ১১ হাজার ৯৪২ টাকার শুধু উপহারই নেননি, সঙ্গে দুটি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যা তাঁর ভাই ও বোনের, সেখানেও ১,৭২৯১৩ মার্কিন ডলার ২৬,৭৪০ অস্ট্রেলিয়ান ডলার স্থানান্তর করার জন্য অনুরোধ করেছিল।

অভিনেত্রী বারবার দাবি করেছেন, সুকেশের থেকে পাওয়া উপহারের আর্থিক উৎস সম্পর্কে তাঁর কিছুই জানা ছিল। সে কারণে তিনি উপহার নেন। ইডির দাবি, জেরার সময় সত্যতা গোপন করেছেন জ্যাকলিন। অভিনেত্রী বারবার জানিয়েছিলেন ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখর নাকি তাঁকে ফাঁসিয়েছে। তবে সেই নিয়ে কোনও তথ্যপ্রমাণ দিতে পারেননি। ইডির তদন্তে আসা তথ্য অনুযায়ী, জ্যাকলিন জেনে বুঝেই সুকেশের অপরাধের টাকা ব্যবহার করেছেন। এমনকী, সুকেশ গ্রেপ্তার হওয়ার পর জ্যাকলিন নিজের ফোন থেকে সমস্ত তথ্য মুছে ফেলেছিলেন। 

যদিও আদালতে সুকেশ আগেই দাবি করে, ২০০ কোটি টাকার আর্থিক তছরূপ মামলায় জ্যাকলিন কোনওভাবেই জড়িত নন। হোয়াটসঅ্যাপে ‘ঠগ’ সুকেশ আশ্বাস দিয়েছিল জ্যাকলিনকে কোনও ‘ঝঞ্ঝাটে’ পড়তে দেবে না সে। অথচ সেই বিপাকেই পড়তে হল অভিনেত্রীকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *