২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণে মুক্ত ১২ অভিযুক্ত, রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র

২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণে মুক্ত ১২ অভিযুক্ত, রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মহারাষ্ট্র

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সোমনাথ রায়, নয়াদিল্লি: ২০০৬ মুম্বই ট্রেন বিস্ফোরণে দোষী সাব্যস্তদের প্রত্যেককেই মুক্তি দিয়েছে বম্বে হাই কোর্ট। সেই রায়ের বিরোধিতা করে এবার সুপ্রিম কোর্টে আবেদন করল মহারাষ্ট্র সরকার। প্রধান বিচারপতি বি আর গভাইয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এই আবেদনের শুনানি হবে আগামী বৃহস্পতিবার। উল্লেখ্য, সোমবার ১২ জন অভিযুক্তকে বেকসুর খালাস করতেই অসন্তুষ্ট হয়েছিলেন মুম্বইয়ের আমজনতা থেকে রাজনৈতিক মহল।

প্রেশার কুকার বিস্ফোরণ বলেই পরিচিত ২০০৬ সালের মুম্বই লোকাল বিস্ফোরণ। ভয়াবহ ঘটনার ৯ বছর পর ২০১৫ সালে ট্রায়াল কোর্টে ১২ জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। পাঁচজনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের যাবজ্জীবনের সাজা শোনানো হয়। সেই রায়ের বিরোধিতা করে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয় ১২ অভিযুক্ত। তাদের আবেদনের ভিত্তিতে বিচারপতি অনিল কিলোর এবং বিচারপতি শ্যাম চন্দোকের বেঞ্চ জানিয়ে দেয়, মুম্বই বিস্ফোরণের প্রত্যেক অভিযুক্তকে বেকসুর খালাস ঘোষণা করা হল।

দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, অভিযুক্তদের বিরুদ্ধে কোনও প্রমাণ পেশ করা যায়নি। এই অভিযুক্তরাই যে বিস্ফোরণ ঘটিয়েছে, সেটা বিশ্বাস করা খুবই কঠিন। অপরাধ প্রমাণে সরকার সম্পূর্ণ ব্যর্থ, এমনটাই জানায় দুই বিচারপতির বেঞ্চ। যদিও আদালতের এই রায়ের তীব্র নিন্দা করেন শিব সেনা সাংসদ মিলিন্দ দেওরা। মুম্বইকর হিসাবে এই রায় মানতে পারছেন না বলে জানিয়েছিলেন তিনি।

এবার বম্বে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করল মহারাষ্ট্র। সরকারের পক্ষে সুপ্রিম কোর্টে আবেদন করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, এই মামলার দ্রুত শুনানি হওয়া দরকার। সেই আবেদনে সাড়া দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। আগামী ২৪ জুলাই এই মামলার শুনানি হবে। উল্লেখ্য, বম্বে হাই কোর্টের রায়ে মুখ পুড়েছে মহারাষ্ট্র এটিএসের। তারাই গোটা ঘটনার তদন্ত করছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *