সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিফলের বিচারে আগস্ট মাসের শুরুতেই শুক্র ও বৃহস্পতি মিথুন রাশিতে একসঙ্গে খুব কাছাকাছি অবস্থান করবে। জ্যোতিষশাস্ত্রে এই অবস্থানকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে বেশ কিছু রাশির কপাল খুলবে। কর্ম, অর্থ ও স্বাস্থ্যে উন্নতি ঘটবে এই সব রাশির। কেমন কাটবে আপনার আজকের দিনটি? চলুন, জেনে নেওয়া যাক আজকের রাশিফল (Ajker Rashifal)
মেষ রাশি: কর্মজীবনে উন্নতির যোগ। আর্থিক দিক থেকে কিছুটা সচ্ছলতা থাকবে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। বিশেষ করে খাদ্যাভ্যাসে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ।
বৃষ রাশি: কোনও শখের পিছনে সময় ব্যয় করতে পারেন। মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে।
মিথুন রাশি: ছোটখাটো স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মানসিক শান্তির জন্য মেডিটেশন করুন। গাড়ি চালকেরা সাবধানতা অবলম্বন করুন। ভ্রমণের পরিকল্পনা থাকলে তা বাতিল করুন। গাঁটের ব্যথায় কষ্ট পাবেন।
কর্কট রাশি: আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। নতুন কোনও কাজে হাত দিতে পারেন। তাতে সাফল্য পাবেন। আর্থিক দিক থেকে দিনটি শুভ। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা কথা বলুন।
সিংহ রাশি: কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে। তবে মানসিক চাপ বাড়তে পারে, তাই মেডিটেশন বা যোগাভ্যাস করতে পারেন। পরিবারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ হতে পারে। পিতা-মাতার স্বাস্থ্যের দিকে নজর দিন। উচ্চ রক্তচাপের রোগীরা সাবধান হোন।
কন্যা রাশি: খরচ বাড়বে। সঞ্চয়ের চেষ্টা করুন। সন্তানের জন্য পরিবারে শান্তি বজায় থাকবে। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় অতিরিক্ত খরচ।
তুলা রাশি: প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলুন। পরিবারে কারও সঙ্গে মতভেদ তৈরি হতে পারে। বিবাদ এড়িয়ে চলুন। নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। ব্যবসায় লাভের মুখ দেখবেন।
বৃশ্চিক রাশি: আর্থিক ক্ষেত্র ভালো। তবে বিলাসিতার জন্য অতিরিক্ত খরচের সম্ভাবনা। গাড়ি চালকেরা সতর্ক হোন। পরিবারে পিতা-মাতার সঙ্গে অশান্তি হতে পারে। দাঁতের ব্যথায় কষ্ট পাওয়ার সম্ভাবনা।
ধনু রাশি: কর্মক্ষেত্রে কিছু সমস্যা আসবে। ধৈর্য ধরে কাজ করুন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। সন্তানের জন্য উদ্বেগ দেখা দেবে। বিদ্যার্থীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবেন।
মকর রাশি: কর্মস্থলে পরিশ্রম বাড়বে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে। কারও সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যায় জর্জরিত হওয়ার আশঙ্কা।
কুম্ভ রাশি: প্রেম জীবনে আনন্দ আসবে। আধ্যাত্মিক ব্যাপারে আগ্রহ বাড়বে। কাউকে বিশ্বাস করে ঠকতে পারেন। কাজের চাপ বাড়বে। মানসিক চঞ্চলতা দেখা দেবে। নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন।
মীন রাশি: উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ আসবে। আর্থিক লাভ হবে। আপনার কোনও পূর্ব পরিকল্পনা আজ সফল হবে। ভ্রমণের যোগ রয়েছে। কোমরের ব্যথায় কষ্ট পাবেন। সন্তানের জন্য পরিবারে শান্তি ও আনন্দ বজায় থাকবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন