অর্ণব আইচ: ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতার এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃত ওই ব্যবসায়ীর নাম হরিশ বাঘলা। যশোর রোডের একটি অভিজাত আবাসন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ধৃত এই ব্যাবসায়ীর বিরুদ্ধে প্রায় ১৯০ কোটি টাকা তছরুপের অভিযোগ ওঠে। আর এরপরেই তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর সেই সূত্র ধরেই মঙ্গলবার রাতে ওই আবাসনে ব্যবসায়ীর বাড়িতে হানা দেন তদন্তকারী আধিকারিকরা। হাতেনাতেই সেখানে ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
অভিযোগ, ধৃত হরিশ বাঘলা ৩০ টি সংস্থা দেখিয়ে বিভিন্ন ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের ঋণ নেয়। যে সমস্ত সংস্থা দেখিয়ে এই ঋণ নেওয়া হয়েছে, সেগুলির বেশির ভাগই ভুয়ো বলে অভিযোগ। শুধু তাই নয়, ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের টাকা ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে নয়ছয় করা হয়েছে বলেও অভিযোগ। এই সংক্রান্ত একাধিক অভিযোগ জমা পড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে।
জানা যায়, একাধিক ব্যাঙ্ক এই অভিযোগ জানায়। ইডি সূত্রের খবর, ধৃতের বিরুদ্ধে মোট ১৯০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। সূত্রের খবর, ইতিমধ্যে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। এই সমস্ত সংস্থা কেন খোলা হয়, তাও খতিয়ে দেখা হচ্ছে। এমনকী হরিশ বাঘলা ছাড়াও এই চক্রের পিছনে আর কেউ জড়িত কিনা তাও জানার চেষ্টা করছে ইডি।