‘১৮তম ট্রফিটা ১৮ নম্বর জার্সির হাতেই মানায়’, আরসিবির জয়ে উচ্ছ্বসিত শচীন থেকে সিদ্দারামাইয়া

‘১৮তম ট্রফিটা ১৮ নম্বর জার্সির হাতেই মানায়’, আরসিবির জয়ে উচ্ছ্বসিত শচীন থেকে সিদ্দারামাইয়া

খেলাধুলা/SPORTS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা। অবশেষে ১৮ নম্বর জার্সির হাতে উঠেছে আইপিএল ট্রফি। অবশেষে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। তারপর থেকেই বিরাটবন্দনায় ভেসেছে নেটদুনিয়া। রাজনীতি থেকে ব্যবসা, ক্রিকেট থেকে বলিউড- সব দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। আরসিবি ট্রফি জেতায় উৎসবের আবহ গোটা দেশে।

আরসিবির জয়ে উচ্ছ্বসিত শচীন তেণ্ডুলকর। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘১৮তম সংস্করণের ট্রফিটা ১৮ নম্বর জার্সির হাতেই মানায়। দারুণ খেলেছে আরসিবি, জেতার যোগ্য দাবিদার।’ শেষ পর্যন্ত দারুণ লড়াই চালিয়ে যাওয়া পাঞ্জাবকেও কুর্নিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।



বিরাটের প্রাক্তন সতীর্থ যুবরাজ সিংও সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘বহু অপেক্ষার পরেই সেরা গল্পগুলো তৈরি হয়। ১৮ বছর ধরে এক দল, এক স্বপ্নে বিশ্বাস রেখেছ। বিরাটকে অনেক শুভেচ্ছা।’ আরসিবির হয়ে ট্রফি জিততে পারেননি এবি ডি’ভিলিয়ার্স। কিন্তু স্বপ্নপূরণের রাতে তাঁর পোস্ট, ‘ই সালা কাপ নামদু।’

কর্নাটক সরকারও উচ্ছ্বসিত আরসিবির জয়ে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কন্নড় ভাষায় দীর্ঘ পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তাঁর কথায়, ‘বিরাট কোহলির ১৮ বছরের আনুগত্য, অধ্যবসায়ের প্রমাণ আরসিবির জয়। আজকের দিনটা ইতিহাসের।’ ম্যাচের আগে আরসিবির জার্সি পরে সমর্থন করেছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ট্রফি জয়ের পরে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘১৮ বছর অপেক্ষা করেছি। তোমরা প্রত্যেক কন্নড়ের স্বপ্নপূরণ করেছ। গর্বের গর্জন করছে কর্নাটক।’

আইপিএলজয়ী আরসিবিকে শুভেচ্ছা জানাতে ভোলেনি চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলিও। বিরাটকে পারফেকশনিস্ট আখ্যা দিয়েছেন অভিনেতা আমির খান। একাধিক বলি তারকাও আরসিবির জয়ে উচ্ছ্বসিত। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *