সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা। অবশেষে ১৮ নম্বর জার্সির হাতে উঠেছে আইপিএল ট্রফি। অবশেষে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। তারপর থেকেই বিরাটবন্দনায় ভেসেছে নেটদুনিয়া। রাজনীতি থেকে ব্যবসা, ক্রিকেট থেকে বলিউড- সব দুনিয়ার তাবড় ব্যক্তিত্বরা শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলিকে। আরসিবি ট্রফি জেতায় উৎসবের আবহ গোটা দেশে।
আরসিবির জয়ে উচ্ছ্বসিত শচীন তেণ্ডুলকর। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘১৮তম সংস্করণের ট্রফিটা ১৮ নম্বর জার্সির হাতেই মানায়। দারুণ খেলেছে আরসিবি, জেতার যোগ্য দাবিদার।’ শেষ পর্যন্ত দারুণ লড়াই চালিয়ে যাওয়া পাঞ্জাবকেও কুর্নিশ জানিয়েছেন মাস্টার ব্লাস্টার।
Congratulations to @RCBTweets on their first-ever IPL title. Becoming that jersey no. 18 lifts the trophy within the 18th version.
Properly performed and effectively deserved! 🏆 👏🏽
Properly performed to @PunjabKingsIPL as effectively for a well-fought season.
— Sachin Tendulkar (@sachin_rt) June 3, 2025
বিরাটের প্রাক্তন সতীর্থ যুবরাজ সিংও সোশাল মিডিয়ায় লিখেছেন, ‘বহু অপেক্ষার পরেই সেরা গল্পগুলো তৈরি হয়। ১৮ বছর ধরে এক দল, এক স্বপ্নে বিশ্বাস রেখেছ। বিরাটকে অনেক শুভেচ্ছা।’ আরসিবির হয়ে ট্রফি জিততে পারেননি এবি ডি’ভিলিয়ার্স। কিন্তু স্বপ্নপূরণের রাতে তাঁর পোস্ট, ‘ই সালা কাপ নামদু।’
Been an extended wait, however the very best tales are value it! To win after 18 years takes greater than expertise 🏆 It takes perception, resilience and fireplace. Congrats @RCBTweets on a well-earned title. Large congratulations to @imVkohli 🙌🏻 All these seasons, one staff and perception in that one dream!…
— Yuvraj Singh (@YUVSTRONG12) June 3, 2025
কর্নাটক সরকারও উচ্ছ্বসিত আরসিবির জয়ে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া কন্নড় ভাষায় দীর্ঘ পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে। তাঁর কথায়, ‘বিরাট কোহলির ১৮ বছরের আনুগত্য, অধ্যবসায়ের প্রমাণ আরসিবির জয়। আজকের দিনটা ইতিহাসের।’ ম্যাচের আগে আরসিবির জার্সি পরে সমর্থন করেছিলেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। ট্রফি জয়ের পরে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ‘১৮ বছর অপেক্ষা করেছি। তোমরা প্রত্যেক কন্নড়ের স্বপ্নপূরণ করেছ। গর্বের গর্জন করছে কর্নাটক।’
Ee Sala Cup Namde!❤️🏆
Large congratulations to @RCBTweets on this unforgettable, historic victory within the #IPLFinals
18 years of ardour, loyalty, and by no means giving up – and tonight, all of it got here collectively!
You’ve made each Kannadiga’s dream come true!
That is greater than a win -… pic.twitter.com/SKk7K05ILH
— DK Shivakumar (@DKShivakumar) June 3, 2025
আইপিএলজয়ী আরসিবিকে শুভেচ্ছা জানাতে ভোলেনি চেন্নাই সুপার কিংস, মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্সের মতো দলগুলিও। বিরাটকে পারফেকশনিস্ট আখ্যা দিয়েছেন অভিনেতা আমির খান। একাধিক বলি তারকাও আরসিবির জয়ে উচ্ছ্বসিত।
Congratulations, @RCBTweets! 🥳#IPL2025Final #WhistlePodu 🦁💛
— Chennai Tremendous Kings (@ChennaiIPL) June 3, 2025
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন