আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে বৃহস্পতি ও শুক্র, কর্কটে রবি ও বক্রী বুধ, সিংহে কেতু, কন্যায় মঙ্গল, কুম্ভে চন্দ্র ও রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক মন্দাভাব দেখা দিতে পারে। নতুন জমি-বাড়ি কেনার ক্ষেত্রে অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। অভিনয় ও সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাঁদের কাজের সাফল্যের জন্য সমাজে প্রশংসিত হবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। ব্যবসায়ীদের এই সময় কিছু সমস্যা থাকলেও আগামিদিনে ব্যবসায় উন্নতি লক্ষ করতে পারবেন। বয়স্করা একাকীত্ব রোগকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। পিতার শারীরিক অসুস্থতার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি।
বৃষ
সপ্তাহের শুরুতে এই রাশির জাতকদের জীবনে কিছু ভালো পরিবর্তন আসতে চলেছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্যে উন্নতি ও অর্থাগম। ব্যবসায়ীদের এই সময় কিছু সমস্যা থাকলেও আগামিদিনে ব্যবসায় উন্নতি লক্ষ করতে পারবেন। সন্তানের লেখাপড়ায় আশানুরূপ উন্নতি। ছোট ব্যবসায় অতিরিক্ত বিনিয়োগের ফলে মুনাফা বৃদ্ধি পাবে। বিদ্যার্থীদের জন্য সময়টি অনুকূল। খাবারের ব্যাপারে সচেতন থাকুন। পিতা-মাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। পৈতৃক সম্পত্তি নিয়ে চলা মামলার ফল আপনার অনুকূলে আসতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। পাড়া-প্রতিবেশীদের সহায়তায় পুরনো সম্পত্তি রক্ষা করার চেষ্টা করুন।
মিথুন
কর্মক্ষেত্রে অত্যধিক ব্যস্ততার জন্য ব্যক্তিগত জীবনে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যবসায়ীদের ঋণ পরিশোধের ফলে সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। খেলাধুলায় সন্তানের অসামান্য সাফল্যের জন্য নামী সংস্থায় চাকরির সুযোগ আসবে। নিজের উদারতার দ্বারা সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বিবাহিত জীবনে কোনও সমস্যা থাকলে তা কেটে যাওয়ার সম্ভাবনা। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। অর্থ উপার্জনের জন্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ্যহানির কারণ হতে পারে। সরকারি শুল্ক সংক্রান্ত সমস্যা ফেলে রাখবেন না। পরিবারে তুচ্ছ ব্যাপার এড়িয়ে চলুন।
কর্কট
কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। বয়স্ক বাবা-মা-দের একাকীত্ব ঘোচাবার জন্য তাঁদের সঙ্গে কিছুটা সময় দিন। আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে আপনাকে বঞ্চিত করতে পারে। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। দাম্পত্য জীবনে কিছু সমস্যার জন্য মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। বেহিসাবি খরচ কমাবার চেষ্টা করুন। রাজনীতিবিদদের জন্য সময়টি শুভ। কর্মস্থানে গন্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। সপ্তাহের শেষান্তে মানসিক শান্তির জন্য ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
সিংহ
কর্মক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলুন। ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। কতিপয় জাতক-জাতিকাদের দ্বিমুখী উপায়ে রোজগার হতে পারে। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। ব্যবসায়ীদের পাওনা টাকা আদায় নিয়ে সমস্যা দেখা দিতে পারে। বন্ধুর আর্থিক সমস্যায় সাহায্য করতে গিয়ে সম্পর্ক নষ্ট। অপ্রিয় সত্য বলার জন্য অনেকের কাছে বিরাগভাজন হতে পারেন। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা।
কন্যা
সপ্তাহের প্রথমদিকে সন্তানের পড়াশোনা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সামাজিক কাজের মাধ্যমে সমাজে আপনার মান-সম্মান বাড়িয়ে তুলুন। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদের ফসল বাঁচাবার চেষ্টা করুন। আপনার অবহেলার জন্য ব্যবসায় আর্থিক ক্ষতি দেখা দিতে পারে। কোনও বন্ধুর সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান। কতিপয় জাতক-জাতিকার গৃহনির্মাণের যোগ ও জমি ক্রয়ের যোগ লক্ষ করা যায়। মানসিক চঞ্চলতার জন্য পরিবারকে সঙ্গে নিয়ে ছোটখাটো ভ্রমণের পরিকল্পনা করুন। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে এবং পরীক্ষার ফল ভালোই হবে।
তুলা
সপ্তাহের প্রারম্ভে আয়ের থেকে ব্যয় বেশি হওয়ার জন্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। সরকারি চাকরির জন্য কর্মপ্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। কর্মক্ষেত্রে অপ্রিয় কথাবার্তা এড়িয়ে চলুন। চাকরি প্রার্থীদের নতুন কর্মসংস্থানের যোগ দেখতে পাওয়া যায়। নতুন ব্যবসার পরিকল্পনা এই সময় সফলতা পাবে। কতিপয় ব্যক্তি আপনাকে ঠকিয়ে এই ব্যাপারে টাকা আত্মসাৎ করতে পারে। ডাক্তার, অধ্যাপক, শিক্ষক এই সমস্ত জাতক-জাতিকারা তাঁদের কর্মের সাফল্য লক্ষ করতে পারবেন। সন্তানের স্বাস্থ্য ভালোই থাকবে।
বৃশ্চিক
এই রাশির জাতক-জাতিকাদের চাকরি অপেক্ষা ব্যবসায় বেশি উন্নতি সম্ভব। বাবার শরীর ক্রমান্বয়ে সুস্থ হবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মার্জিতভাবে কথাবার্তা বলুন। দাদা বা ভাইয়ের সঙ্গে সম্পত্তিজনিত সমস্যার সমাধান। দ্বিচক্রযানের চালকেরা অতি সাবধানে সপ্তাহটি অতিবাহিত করুন। অতিরিক্ত পরিশ্রমের জন্য জাতকের স্বাস্থ্যহানি হতে পারে। পরিবহণ ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা অধিক মুনাফা লাভ করতে পারবেন। অবিবাহিতদের বিবাহের সম্ভাবনা থাকলেও অবশ্যই কোষ্ঠী বিচার করে নেবেন। ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। হঠাৎ কোনও দুঃসংবাদে বিচলিত হয়ে পড়তে পারেন।
ধনু
এই সপ্তাহে রোজগার বৃদ্ধির সম্ভাবনা। সন্তানের অন্যায় আচরণকে সমর্থন করবেন না। ছোট ভাইবোনদের উচ্চশিক্ষায় অগ্রগতির জন্য মানসিক শান্তি। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। এই সময় আয় বেশ ভালোই হবে। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকবেন। স্ত্রীর প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। ব্যবসায়ীরা নিজের সাধ্যের অতীত ঋণ নেওয়ার চেষ্টা করবেন না। রাজনীতিবিদরা সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজের নাম, যশ ও সামাজিক প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাঞ্চল্য দূর করার জন্য ঈশ্বরের আরাধনা করুন।
মকর
সপ্তাহের শুরুতে অত্যধিক বিলাসিতা ও অমিতব্যয়িতার ফলে অর্থকষ্টে পড়তে পারেন। প্রেম পরিণয়ের ক্ষেত্রে সবদিক বিবেচনা করে তবেই বিবাহের দিকে এগোবেন। শ্বশুরকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি হাতে আসতে পারে। লৌহ ও ঔষধ ব্যবসায়ীরা বাড়তি মুনাফা লাভ করতে পারেন। কতিপয় ব্যবসায়ীর শুল্ক সংক্রান্ত সমস্যার জন্য মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন। নতুন সম্পত্তি কেনার ব্যাপারে সুযোগ আসতে পারে। আপনার প্রিয়জনের কাছ থেকে ভালো ব্যবহার না পাওয়ার ফলে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। মায়ের স্বাস্থ্যের অবনতির জন্য মানসিক ক্লেশ।
কুম্ভ
কর্মক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় রাখুন। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। এইসময় বহুমুখী উপায়ে অর্থ উপার্জন করার সুযোগ আসবে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের পাওনা অর্থ হাতে আসার সম্ভাবনা। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কর্মপ্রার্থীদের কর্মলাভের যোগ লক্ষ করা যায়। গোপন শত্রু সম্পর্কে সচেতন এবং সজাগ থাকতে হবে। ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। ছোট সন্তানদের মৌসুমি রোগ থেকে সাবধানে রাখুন। পারিবারিক ছোটখাটো বিবাদকে গুরুত্ব দেবেন না। গুরুজনের পরামর্শে ও আলোচনার দ্বারা সমস্যা মেটাবার চেষ্টা করুন।
মীন
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী উপার্জন মোটামুটি ভালোই হবে। এই সময় ভবিষ্যতের জন্য সঞ্চয়ে মন দেওয়া উচিত। সন্তানের লেখাপড়ায় সাফল্যের জন্য মানসিক শান্তি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সবসময় সুসম্পর্ক বজায় রাখুন। অবিবাহিতদের বিবাহের যোগ আছে। পারিবারিক শান্তির জন্য সকলের সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ লক্ষ করা যায়। এই রাশির জাতক-জাতিকাদের অত্যধিক কাজের চাপের ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। নব-বিবাহিতদের পত্নীভাব শুভ।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll