১৪ বছর পর ফের কলকাতায় আসছেন মেসি! তুঙ্গে জল্পনা

১৪ বছর পর ফের কলকাতায় আসছেন মেসি! তুঙ্গে জল্পনা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতের মাটিতে পা রাখতে চলেছেন লিওনেল মেসি! বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের কলকাতা আগমনের জল্পনা অনেক গুণ বাড়িয়ে দিলেন বিখ্যাত ক্রীড়া সংগঠক শতদ্রু দত্ত। শতদ্রু আগেই জানিয়েছিলেন, ২০২৫ সালের শুরুর দিকে মেসিকে ভারতে আনার চেষ্টা করবেন তিনি। শুক্রবার সোশাল মিডিয়ায় মেসির সঙ্গে একাধিক ছবি পোস্ট করেছেন শতদ্রু। তাতেই দুইয়ে দুইয়ে চার করছেন ফুটবলপ্রেমীরা।

ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর উদ্যোগে কলকাতায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনাল্ডিনহো। দীর্ঘদিন ধরেই মেসিকে ভারতে আনার চেষ্টা করছেন তিনি। এর আগে মেসির বাবা তথা মেসির এজেন্ট জর্জ মেসির সঙ্গে দেখা করেছেন। শুক্রবার তিনি সাক্ষাৎ মেসির দেখা পেয়েছেন। লিওকে ভারত থেকে নিয়ে যাওয়া একাধিক উপহারও দিয়েছেন। সোশাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে শাহরুখ খানের সংলাপ মনে করিয়ে শতদ্রু লিখেছেন, “অন্তর থেকে কিছু চাইলে গোটা দুনিয়া তোমাকে সেই জিনিস পাইয়ে দেওয়ার চেষ্টা করবে।”

মেসি যে কলকাতা বা ভারতে আসছেনই তা নিশ্চিত করে বলার মতো কোনও ইঙ্গিত শতদ্রুর পোস্টে নেই। এলেও ঠিক কবে তিনি আসছেন, তাঁর সফরসূচি কী হবে সবটাই এখনও অস্পষ্ট। তবে শতদ্রু দীর্ঘদিন তাঁকে ভারতে আনার চেষ্টা করছেন। এবং মেসির সঙ্গে দেখার পর যেভাবে সোশাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি, তাতে ফুটবল সমর্থকরা আশায় বুক বাঁধতেই পারেন। তাছাড়া চলতি বছর এমনিতেও কেরলে খেলতে আসার কথা আর্জেন্টিনার। অবশ্য মেসি সেই দলের অংশ হিসাবে ভারতে আসবেন কিনা সেটা স্পষ্ট নয়। 

কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনেই আর্জেন্টিনার অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন মেসি। ২০১১ সালে তিনি যখন আর্জেন্টিনার হয়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলতে এসেছিলেন, তখনও আর্জেন্টিনার হয়ে কোনও ট্রফি জিততে পারেননি। সেদিনের মেসির সঙ্গে আজকের মেসির ফারাক অনেক। ফুটবলার হিসাবে এখন তিনি অন্যমাত্রায়। তাঁর তুলনা এখন হয় সর্বকালের সেরাদের সঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *