১৪ দিনেই প্রাণ গেল ৯ শিশুর, ‘বিষাক্ত’ কফ সিরাপ খেয়ে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ যেন মৃত্যুপুরী!

১৪ দিনেই প্রাণ গেল ৯ শিশুর, ‘বিষাক্ত’ কফ সিরাপ খেয়ে বিজেপিশাসিত মধ্যপ্রদেশ যেন মৃত্যুপুরী!

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র ১৪ দিনের মধ্যে ৯ শিশুর মৃত্যু! মধ্যপ্রদেশে আতঙ্ক ছড়াচ্ছে কফ সিরাপ। জানা গিয়েছে, বিষাক্ত কফ সিরাপ খাওয়ানো হয়েছিল ওই শিশুদের। তার জেরেই রাতারাতি কিডনি বিকল হয়ে গিয়ে তাদের মৃত্যু হয়েছে। শিশুদের দেওয়া কফ সিরাপ পরীক্ষা করতে গিয়ে জ্ঞান হারিয়েছেন চিকিৎসকও। গোটা ঘটনায় প্রশ্ন উঠছে কফ সিরাপ প্রস্তুতকারীদের নিয়ে।

গত কয়েকদিন ধরেই মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা এবং রাজস্থানের সিকার এলাকায় পরপর শিশুমৃত্যুর ঘটনা ঘটেছে। সামান্য জ্বর থেকেই আচমকা কিডনি বিকল হয়ে মৃত্যু হচ্ছিল তাদের। বৃহস্পতিবার পর্যন্ত সবমিলিয়ে ছিন্দওয়ারাতেই ৯ শিশুর মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই কফ সিরাপ নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ছিন্দওয়ারায়। জ্বর হলেই অসুস্থ শিশুটিকে সরকারি হাসপাতালে ৬ ঘণ্টার জন্য নজরদারিতে রাখা হচ্ছে। অবস্থার অবনতি হলে শিশুদের জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। প্রাইভেট চিকিৎসকদের বারণ করা হয়েছে তাঁরা যেন জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা না করেন। ১৯টি ব্যাচের কফ সিরাপ বিক্রি নিষিদ্ধ করে দিয়েছে রাজস্থান সরকার।

জানা গিয়েছে, ওই শিশুদের শরীরে প্রথমে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দেয়। চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি সাধারণ কিছু ওষুধ দেন। তার মধ্যে ছিল কাশির সিরাপ। সেগুলি খাওয়ার পর ধীরে ধীরে তারা সুস্থ হয়ে উঠছিল। কিন্তু কয়েকদিন পর আচমকা তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। অভিযোগ, তাদের প্রস্রাব বন্ধ হয়ে যায়। এরপরই কিডনিতে সংক্রমণ ছড়ায়। এরপর গত ১৫ দিনে একে একে মৃত্যু হয় ৯ শিশুর। পরিবার সূত্র জানা গিয়েছে, মৃত শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নিচে। আরও ১০ জন শিশু এই কফ সিরাপ খেয়ে গুরুতর অসুস্থ।

মধ্যপ্রদেশ এবং রাজস্থানে বিষাক্ত কফ সিরাপের এমন মর্মান্তিক পরিণতি দেখে পুণের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের তরফে তল্লাশি শুরু হয়েছে, সন্দেহজনক কফ সিরাপ সেখানে বিক্রি হচ্ছে কিনা। কোল্ডরিফ কফ সিরাপ নিষিদ্ধ করা হয়েছে তামিলনাড়ুতে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *