১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে মেসি-ধোনি যুগলবন্দি, শুরু রাজসূয় যজ্ঞের প্রস্তুতি

১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে মেসি-ধোনি যুগলবন্দি, শুরু রাজসূয় যজ্ঞের প্রস্তুতি

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


দুলাল দে: মহেন্দ্র সিং ধোনির বিশ্বজয়ীর মাঠে হাজির হবেন ভুবনজয়ী লিওনেল মেসি। আর তা নিয়ে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম। একথা বলার অপেক্ষা রাখে না, মেসি আর রোনাল্ডোকে কেন্দ্র করে আধাভাবে বিভক্ত ভারতীয় জনতা। তাই মেসির আগমন ঘিরে আলোড়ন তো উঠবেই।

ভারতীয় ভূখণ্ডে মেসি পদার্পণ করবেন ১২ ডিসেম্বর। পরের দিন কলকাতার ইডেনে অনুষ্ঠান। সেখান থেকেই রাতে উড়ে যাবেন আহমেদাবাদ। সেখানে শিল্পপতি গৌতম আদানির সঙ্গে ছোট্ট অনুষ্ঠান রয়েছে। তার পরের দিন ১৪ ডিসেম্বর মেসি যাবেন মুম্বই। যেখানে অনুষ্ঠান রাখা হয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় মেসির অনুষ্ঠানে যেরকম উপস্থিত থাকার কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেরকম মুম্বইয়ে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিস। এতো গেল প্রশাসনিক দিক। কলকাতায় মেসির সঙ্গে দেখা হবে প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের। মেসির সঙ্গে দেখা করার জন্য সেরকম মুম্বই উড়ে যাবেন বিশ্বজয়ী ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কের সঙ্গে দেখা করবেন আরেক বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক। থাকবেন রোহিত শর্মাও।

তবে মেসির সঙ্গে দেখা করার জন্য সেদিন ওয়াংখেড়েতে হাজির হতে পারে অর্ধেক বলিউড। বলিউডের একটা ফ্রেন্ডলি ম্যাচ হবে। যেখানে মেসির সামনে খেলার জন্য ইতিমধ্যেই নাম শোনা যাচ্ছে রণবীর কাপুর, টাইগার শ্রফ-সহ অনেকের। উপস্থিত থাকার কথা শাহরুখ খানেরও। বলিউড তারকারা এমনিতেই নিজেদের মধ্যে দল তৈরি করে প্রায়ই ম্যাচ খেলেন। মেসির আগমনকে কেন্দ্র করে বলিউডের যে ম্যাচের আয়োজন হচ্ছে, সেই ম্যাচ খেলার কথা ধোনিরও। সেই ম্যাচে খেলতে পারেন আরও কয়েকজন ক্রিকেটারও। ফলে মেসির আগমনকে কেন্দ্র করে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়েতে কী রাজসূয় যজ্ঞ হতে চলেছে, তা সহজেই অনুমেয়।

ওয়াংখেড়েতে বলিউডের সঙ্গে ক্রিকেট তারকাদের এই ম্যাচের পাশাপাশি বাচ্চাদের একটি ফুটবল ক্লিনিকও করা হবে। যেখানে মুম্বইয়ের বেশ কিছু জুনিয়র ফুটবলারকে ডাকা হবে, মেসির কাছে ফুটবলের টেকনিক্যাল বিষয়ে টিপস নেওয়ার জন্য। ফুটবল ক্লিনিকের পাশাপাশি মাঠে ঘুরবেন মেসি। গ্যালারিতে সাধারণ দর্শকদের হাজির করার জন্য টিকিট বিক্রি হবে। মাঠ ঘুরে গ্যালারির সেই দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন তিনি। পাশাপাশি সেদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানও থাকবে। সেখানে বলিউড তারকা, ক্রিকেটারদের পাশাপাশি সাধারণ মানুষদেরও হাজির হওয়ার কথা। তবে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে হাজির হতে গেলে টিকিট কাটতে হবে দর্শকদের। ফলে মুম্বইতে ইতিমধ্যে খোঁজ খবর শুরু হয়ে গিয়েছে, কবে থেকে ছাড়া হবে মেসি দর্শনের টিকিট।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *