সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমরা খুশির খবরে আনন্দিত হই। আবার কোনও সমস্যায় পড়লে হতাশ হয়ে উঠি। মানব চরিত্রে এসব খুব স্বাভাবিক ঘটনা। প্রতিদিনের জীবনে উত্থান-পতন লেগেই থাকে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।
মেষ রাশি: আজ আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে। আপনি যেকোনও সমস্যা মোকাবিলায় প্রস্তুত থাকবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। ব্যক্তিগত জীবনে শান্তি বজায় থাকবে। আর্থিক দিক শুভ। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোনও সুযোগ পেতে পারেন। উন্নতির যোগ রয়েছে। বিকেলের পর যেকোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন।
বৃষ রাশি: দিনের শুরুটা অলসতার সঙ্গে হবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাজে গতি ফিরবে। আর্থিক বিষয়ে সাবধানতা অবলম্বন করুন। পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি অশুভ। পুরনো কোনও জিনিস আজ ফিরে পেতে পারেন। কর্মস্থলে বিবাদ থেকে দূরে থাকুন। মানসিক অস্থিরতায় ভোগার সম্ভাবনা।
মিথুন রাশি: আজ আপনার সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা। শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে। সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে পরিবারে বিবাদের আশঙ্কা। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। সংসারে অশান্তি। মানসিক অস্থিরতায় ভুগবেন।
কর্কট রাশি: কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। ঊর্ধ্বতনদের প্রশংসা পেতে পারেন। স্বাস্থ্যের দিকে নজর দিন। সন্ধ্যায় প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ভুল সিদ্ধান্তের ফলে নিজের ক্ষতি। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। পিতা-মাতার শরীর ভালো যাবে না। চিকিৎসায় বাড়তি খরচের সম্ভাবনা।
সিংহ রাশি: আপনার সৃজনশীলতার প্রশংসা পাবেন আজ। নতুন কিছু শেখার আগ্রহ জাগতে পারে। প্রেমঘটিত বিষয়ে অগ্রগতি ঘটবে। বিদ্যার্থীদের জন্য উচ্চ শিক্ষার যোগ রয়েছে। পড়ে গিয়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে। তাড়াহুড়ো করে কোনও কাজ করবেন না। ধৈর্য্য ধরুন।
কন্যা রাশি: আজ দিনের প্রথমার্ধে কোনও সুখবর পেতে পারেন। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে। গৃহের কোনও সংস্কার বা পরিবর্তনের পরিকল্পনা করতে পারেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কর্মক্ষেত্র হোক কিংবা ব্যবসায়িক সিদ্ধান্ত, ‘হ্যাঁ’ বা ‘না’ বলার আগে চিন্তা করুন।
তুলা রাশি: কোনও গুরুত্বপূর্ণ আলোচনা বা চুক্তি সফল হতে পারে। ছোট ছোট সমস্যাগুলিকে উপেক্ষা করবেন না। উচ্চ রক্তচাপের রোগীরা সতর্ক হোন। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হবে। মিথ্যা বলা থেকে বিরত থাকুন। অন্যথায় বিপদে পড়বেন।
বৃশ্চিক রাশি: আর্থিক বিষয়ে আজ কিছুটা সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের ফল পাবেন। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। পরিবারের সকলকে সময় দিন। সন্তানের সাফল্যে আনন্দ লাভ। আজ কোনও শুভ সংবাদ পেতে পারেন।
ধনু রাশি: দিনের শুরুতেই কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। আইনি সমস্যা এড়িয়ে চলুন। সন্তানের পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা বাড়বে। সংসারে অর্থ কষ্ট দেখা দেবে। মানসিক অস্থিরতায় ভোগার সম্ভাবনা। রাস্তায় সতর্কতার সঙ্গে চলাফেরা করুন।
মকর রাশি: দিনের শুরুটা কিছুটা ধীরগতিতে হলেও, দুপুরের পর থেকে কাজের গতি বাড়বে। অতীতে করা বিনিয়োগ থেকে লাভ পেতে পারেন। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতা আপনার সুনাম বাড়াবে। সম্পত্তি লাভের সুযোগ রয়েছে। সম্পর্কের ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে। বিদেশ ভ্রমণের শুভ যোগ রয়েছে।
কুম্ভ রাশি: সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ আসতে পারে। নতুন বন্ধুত্ব গড়ে উঠবে। আপনার উদ্ভাবনী চিন্তাভাবনা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে। প্রেমের সম্পর্কে আনন্দ বজায় থাকবে। নিজের আবেগকে নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত অর্থব্যয় হতে পারে।
মীন রাশি: স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। লিভারের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হওয়ার সম্ভাবনা আছে। অর্থভাগ্য মধ্যম প্রকারের। মানসিক অস্থিরতা তৈরি হতে পারে। ভ্রমণের শুভ যোগ রয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন