১২ দিনে রংমিস্ত্রির অ্যাকাউন্টে ১ কোটি ৭০ লক্ষ টাকা লেনদেন! গ্রেপ্তার ৬ ‘প্রতারক’

১২ দিনে রংমিস্ত্রির অ্যাকাউন্টে ১ কোটি ৭০ লক্ষ টাকা লেনদেন! গ্রেপ্তার ৬ ‘প্রতারক’

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


অর্ণব দাস, বারাকপুর: ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার ১২ দিনের মধ্যে রংমিস্ত্রির অ্যাকাউন্টে প্রায় এক কোটি সত্তর লক্ষ টাকা লেনদেন! টাকা লেনদেন নিয়ে বিবাদের তদন্তে নেমে এই বিপুল পরিমাণ সাইবার প্রতারণার কিনারা করল নিমতা থানার পুলিশ। গ্রেপ্তার করা হল ৬জনকে। ধৃতদের নাম সৌরভ কর (২৪), প্রসূন দাস (২২), শুভঙ্কর সরকার, রাজা লোহার, প্রিয়ব্রত ঘোষ, সুরঞ্জন সরকার।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার নিমতা থানায় খবর আসে ছাত্র সমাজ ক্লাব সংলগ্ন ডাক্তার বাগানের কাছে রংমিস্ত্রি সৌরভ করের বাড়িতে টাকা লেনদেন নিয়ে বিবাদ হচ্ছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, এক মহিলা সহ সৌরভ ও প্রসূন সেখানে উপস্থিত। তাদের থেকে জানা যায়, সুরঞ্জন সরকারের অধীনে রংমিস্ত্রি হিসাবে কাজ করত সৌরভ। কাজের সূত্রেই তাদের সঙ্গে প্রসূন সহ বাকি ধৃতদের পরিচয় হয়। অর্থের বিনিময়ে একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্য বাকি ধৃতরা তাদের থেকে আধার কার্ড, প্যান কার্ড-সহ প্রয়োজনীয় নথি নিয়েছিল। অভিযোগ, তারপর থেকে প্রায়ই নগদ অর্থের বিনিময়ে প্রিয়ব্রত, রাজা ও সুরঞ্জন তাদের থেকে ব্ল্যাংক চেকে সই করাত। ব্ল্যাঙ্ক চেকে সইয়ের বিনিময়ে এই অর্থ দেওয়া নিয়েই সেদিন বিবাদ বাঁধে।

সৌরভ নিজে তখন স্বীকার করে, সম্প্রতি তাঁর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ লেনদেন হয়েছে। সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখলে পুলিশ জানতে পারে গত মে মাসের ২৩ তারিখ অ্যাকাউন্টটি খোলা হয়েছিল। এরমধ্যেই সেই অ্যাকাউন্টে ১ কোটি ৬৮ লক্ষ টাকার বেশি লেনদেন হয়েছে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে সম্পূর্ণটাই সাইবার প্রতারণার টাকা। এরপরই পুলিশ প্রথমে সৌরভ ও প্রসূনকে, পরে বাকিদের গ্রেপ্তার করে। বুধবার ধৃতদের বারাকপুর আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *