সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্য আমেরিকার ছোট্ট দেশ গুয়াতেমালায় ভয়াবহ দুর্ঘটনা। ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে খাদে আছড়ে পড়ল যাত্রীবাহী বাস। মর্মান্তিক এই ঘটনায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমেছে গোটা দেশে। এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন সেদেশের প্রেসিডেন্ট বেরনার্দো আরেভায়ো।
গুয়াতেমালায় দমকল বিভাগের আধিকারিক এডবিন বিলাগ্রান জানান, বাসটি রাজধানীর উত্তর-পূর্বাঞ্চলের প্রোগেসো থেকে আসছিল। গন্তব্য ছিল গুয়াতেমালা শহর। পথে ব্রিজের উপর দুর্ঘটনার শিকার হয় বাসটি। কোনও কারণে রাস্তায় পর পর গাড়িতে ধাক্কা লাগার ঘটনা ঘটে যার জেরে ব্রিজ থেকে ১১৫ ফুট নিচে একটি নালার উপর আছড়ে পড়ে যাত্রী বোঝাই বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৩ জন যাত্রীর। গুরুতর আহত অবস্থায় একাধিক জনকে সান জুয়ান দে দিওস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসা চলাকালীন সেখানে দুইজনের মৃত্যু হয়। দমকল বিভাগের আধিকারিক অস্কার সানচেজ জানিয়েছেন, নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, কোনওভাবে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। ওই অবস্থায় একাধিক গাড়িকে ধাক্কা মারে সেটি। এর পর লোহার রেলিং ভেঙে সেটি নিচে একটি খালে গিয়ে পড়ে। নোংরা জলের ওই খালে বাসটির সামনের অংশ ডুবে যায়। দুর্ঘটনার খবর পেয়ে, সোশাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট বেরনার্দো আরেভায়ো। দেশে একদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি লিখেছেন, যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আহতরা যাতে ভালো চিকিৎসার সুযোগ পান তারজন্য সরকার সবরকম ব্যবস্থা করবে।