সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্র্যাভিস হেডকে নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করে বিতর্কে জড়াল কেকেআর। বৃহস্পতিবার ম্যাচ শেষে অজি তারকার ফর্ম নিয়ে কটাক্ষ করে একটি পোস্ট করা হয় নাইটদের সোশাল মিডিয়ায়। তারপর থেকেই প্রবল সমালোচনার মুখে পড়েছে কেকেআর। অনেকেই বলছেন, কোনও ক্রিকেটারকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা শোভা পায় না।
বৃহস্পতিবার ইডেনে সানরাইজার্স হায়দরাবাদকে গুঁড়িয়ে দিয়েছে কেকেআর। এদিনের হার নিয়ে টানা তিন ম্যাচে হারল প্যাট কামিন্সের দল। অরেঞ্জ আর্মির ব্যর্থতার অন্যতম কারণ হল হেডের রানখরা। অজি ওপেনার এখনও গতবারের মতো বিস্ফোরক ব্যাটিং করতে পারেননি। ফলে আগেরবারের মতো অবিশ্বাস্য় রানের পাহাড়ও গড়তে পারছে না হায়দরাবাদ পয়েন্ট টেবিলের নিচের দিকে ধুঁকছে গতবারের ফাইনালিস্টরা।
কেকেআরের বিরুদ্ধে অবশ্য হেডের ফর্ম ভালো নয় গতবছর থেকেই। কোয়ালিফায়ারে এবং ফাইনাল, দুই ম্যাচেই শূন্য রানে ফিরেছিলেন। বৃহস্পতিবারের ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নেমে তাঁর সংগ্রহ ২ বলে ৪ রান। কেকেআর বোলিংয়ের সামনে টিকতেই পারেনি হায়দরাবাদ ব্যাটিং লাইন আপ। ৮০ রানে হারে অরেঞ্জ আর্মি। ম্যাচ শেষে কেকেআরের সোশাল মিডিয়ায় হেডকে নিয়ে একটি পোস্ট করা হয়। কেকেআরের বিরুদ্ধে গত তিন ম্যাচে অজি তারকার ব্যর্থতার খতিয়ান তুলে ধরা হয় সেখানে। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘Head-ing in the direction of the enterprise, proper from the beginning’ অর্থাৎ ‘শুরু থেকেই কাজে নেমে পড়েছি’।
Head-ing in the direction of the enterprise, proper from the beginning 🔥 pic.twitter.com/0XDCRftT1I
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2025
তারপর থেকেই সোশাল মিডিয়ায় প্রশ্ন উঠছে, ব্যর্থ হলেও কোনও ক্রিকেটারকে কি এভাবে ব্যক্তিগত আক্রমণ করতে পারে কোনও ফ্র্যাঞ্চাইজি? কেকেআর সমর্থকদের অনেকেও এই পোস্টের নিন্দা করেছেন। আবার অনেকে বলছেন, হেড ভারতের ‘শত্রু’। তাই তাঁর ব্যর্থতা ঘিরে সমালোচনা হতেই পারে। সবমিলিয়ে, ম্যাচে দুরন্ত পারফর্ম করলেও সোশাল মিডিয়ার পিচে চাপে পড়ল নাইটরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন