স্টাফ রিপোর্টার: মাঠেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পর্তুগিজ কিংবদন্তি জর্জে কোস্তা। প্রথমে ফুটবলার ও পরে কোচ হিসাবে বিশ্ব ফুটবলে পরিচিত মুখ হয়ে উঠেছিলেন তিনি। মৃত্যুর সময় ছিলেন এফসি পোর্তোর ডিরেক্টর অফ ফুটবল পদে। ক্লাব সূত্রে জানানো হয়েছে, ওলিভালে ট্রেনিং সেন্টারে মঙ্গলবার অসুস্থ হয়ে পড়েন ৫৩ বছরের কোস্তা। তিনি জড়িত ছিলেন ভারতীয় ফুটবলের সঙ্গেও। ২০১৮ থেকে ২০২০ পর্যন্ত আইএসএলে মুম্বই সিটি এফসি-র কোচ ছিলেন কোস্তা। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করছে আইএসএল এবং মুম্বই সিটি-ও। শোকবার্তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো লিখেছেন, ‘বিদায় জর্জে কোস্তা’।
২০০৪ সালে বিশ্ব ফুটবলকে চমকে দিয়েছিল জোসে মোরিনহোর পোর্তো। ইউরোপের প্রথম সারির ক্লাবগুলিকে টেক্কা দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে নেয় পর্তুগালের ক্লাবটি। সেই দলের অধিনায়ক ছিলেন কোস্তা। পোর্তোর হয়ে আটবার ঘরোয়া লিগ-সহ মোট ২৪টি ট্রফি জেতেন তিনি। যার মধ্যে জিতেছেন একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা কাপ এবং ইন্টার কন্টিনেন্টাল কাপ। পাশাপাশি দেশের জার্সিতে অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ জেতেন এই ডিফেন্ডার, সিনিয়র দলের হয়ে খেলেছেন পঞ্চাশটি ম্যাচ। দীর্ঘদিন কোস্তা ছিলেন পর্তুগালের অধিনায়কও।
অবসর নেওয়ার পর কোচিংয়ে আসেন কোস্তা। পর্তুগালের ব্রাগা, রোমানিয়ার সিআরএফের মতো ক্লাবের দায়িত্ব সামলেছেন তিনি। দু’বছর গ্যাবন জাতীয় দলেও কোচ ছিলেন তিনি। গতবছর ডিরেক্টর অফ ফুটবল পদে যোগ দিয়ে পোর্তোয় ফেরেন তিনি। আমৃত্যু সেই পদেই ছিলেন কোস্তা। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মোরিনহো। প্রাক্তন ছাত্রকে নিয়ে তাঁর বার্তা, “কোস্তা শুধু ক্যাপ্টেন নয়, ছিল প্রকৃত নেতা। ড্রেসিংরুমে ও থাকায় অনেক অপ্রিয় কাজ করতে হত না আমাকে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন