সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যশরাজ ফিল্মসের ‘পুরুষতান্ত্রিক’ স্পাই ইউনিভার্সর ভিড়ে যে আলিয়া ভাট গোয়েন্দা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন, সেখবর চব্বিশ সালেই পাওয়া গিয়েছিল। এবার বলিউডে জব্বর খবর, হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের মেগাবাজেট ‘ওয়ার ২’ সিনেমা দিয়েই নাকি সেই শিকে ছিড়তে চলেছেন অভিনেত্রী!
এর আগে যশরাজের ব্যানারে মহিলা গোয়েন্দা চরিত্রে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোন এবং ক্যাটরিনা কাইফকে। ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজিতে আইএসআই এজেন্ট জোয়ার ভূমিকায় নজর কেড়েছেন ক্যাটরিনা। অন্যদিকে ‘পাঠান’ ছবিতে শাহরুখের পাশে আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে বাজিমাত করেছিলেন দীপিকা। এদিকে ‘ওয়ার ২’ ছবির হাত ধরেই যশরাজের স্পাই ইউনিভার্স-এ যোগ দিয়েছেন কিয়ারা আডবানিও। হৃতিক রোশন, জুনিয়র এনটিআরের পাশাপাশি তাঁকেও দেখা যাবে মহিলা গোয়েন্দার ভূমিকায়। এবার সেই তালিকাতেই নবতম সংযোজন আলিয়া ভাট। আদিত্য চোপড়া প্রযোজিত স্পাই ফ্র্যাঞ্চাইজির অন্যতম ছবি হতে চলেছে ‘আলফা’। যে সিনেমায় মহিলা এজেন্টের ভূমিকায় নজর কাড়বেন আলিয়া ভাট এবং শর্বরী ওয়াঘ। শোনা যাচ্ছে, ‘আলফা’ আলিয়াকে নাকি এই ‘ওয়ার ২’ সিনেমাতেই গোয়েন্দা চরিত্র হিসেবে পরিচয় করাবে যশরাজ ফিল্মস। শুক্রবার কাপুরবধূ নিজেই বড়সড় ইঙ্গিত দিয়েছেন।

ইনস্টা স্টোরিতে শুক্রবার ‘ওয়ার ২’ ছবির ট্রেলার শেয়ার করে আলিয়া ভাট লিখেছেন, ‘আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমাহলে।’ অভিনেত্রীর এহেন পোস্টের পর থেকেই জল্পনার সূত্রপাত। বলিউডের অন্দরমহল সূত্রে খবর, ‘ওয়ার ২’ সিনেমায় ক্যামিও চরিত্রে ‘আলফা’ মহিলা গোয়েন্দার সঙ্গে পরিচয় করিয়ে দেবেন আলিয়া। যদিও প্রযোজনা সংস্থার গোয়েন্দা ব্রহ্মাণ্ডে এহেন ট্রেন্ড নতুন নয়! এই উদাহরণ আগেও মিলেছে ‘পাঠান’, ‘টাইগার’-এর ক্ষেত্রে। শাহরুখ-সলমন একে-অপরের ছবিতে ‘ত্রাতা’ হিসেবে অবতরণ করছেন। এবার গুঞ্জন, কিয়ারা আডবানির সঙ্গে নাকি আলিয়া ভাটকেও ‘ওয়ার ২’ সিনেমায় ক্ষুরধার অ্যাকশন মোডে পাওয়া যাবে! ইতিমধ্যেই আড়াই মিনিটের ট্রেলারে হৃতিক রোশনের সঙ্গে মারপিট করতে দেখা গিয়েছে কিয়ারাকে। এবার আলিয়াকেও যদি এহেন অ্যাকশন অবতারে পাওয়া যায় এই ছবিতদে, তাহলে সেটা দর্শকদের জন্য উপরি পাওনাই বটে!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন