‘হাসিনা হটাও অভিযানে’র পুরস্কার! এবার সরকারি চাকরিতে অগ্রাধিকার ‘জুলাই যোদ্ধা’ ও শহিদ পরিবারের সদস্যদের

‘হাসিনা হটাও অভিযানে’র পুরস্কার! এবার সরকারি চাকরিতে অগ্রাধিকার ‘জুলাই যোদ্ধা’ ও শহিদ পরিবারের সদস্যদের

রাজ্য/STATE
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত বছর জুলাই মাসে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। যা আকার নেয় ‘হাসিনা হটাও অভিযানে’র। প্রাণ ঝরে বহু মানুষের। জনরোষে প্রধানমন্ত্রীর গদি হারিয়ে দেশ ছাড়েন হাসিনা। এবার তারই কি পুরস্কার দিচ্ছে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার? কারণ এবার থেকে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন ‘জুলাই যোদ্ধা’ ও শহিদ পরিবারের সদস্যরা। এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম।

গত বছর যাঁরা হাসিনা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত দিলেন তাঁদের জুলাই যোদ্ধা তকমা দিয়েছে ইউনুস সরকার। ফারুক জানিয়েছেন, চব্বিশের গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন এবং মাসিক ভাতার পাশাপাশি তাঁরা আজীবন সরকারি মেডিক্যাল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। প্রসঙ্গত, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী শহিদ ও মুক্তিযোদ্ধাদের মাসিক ২০ হাজার টাকার পাশাপাশি তাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ সরকারী চাকরিতে কোটা নির্ধারণ ছিল। এই কোটা বাতিল দাবিতে ছাত্র আন্দোলন শুরু হয়। যাতে পতন হয় হাসিনার।

উপদেষ্টা ফারুক আরও বলেন, “মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে ৫৪ বছর লেগেছে। কিন্তু আমরা (বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার) মাত্র সাত-আট মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শহিদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা করে ফেলেছি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতেও আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতা অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেভাবে তাঁদেরকে পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের জন্য ইতিমধ্যে আলাদা অধিদপ্তর স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ১০ম তলায় এই অধিদপ্তরের জন্য ২০ জন অফিসারকে নিয়োগ করা হয়েছে।”

জানা গিয়েছে, স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানের শহিদদের ‘জুলাই শহিদ’ এবং আহতদের ‘ জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা ‘এ’ ‘বি’ এবং ‘সি’ এই তিন ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি ‘এ’ মাসে ২০ হাজার টাকা, ‘বি’ ক্যাটাগরি মাসে ১৫ হাজার এবং ‘ক্যাটাগরি’ ক্যাটাগরি মাসে ১০ হাজার টাকা করে ভাতা পাবেন। সে অনুযায়ী সার্টিফিকেট ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *