সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফাঁড়া যেন কাটছেই না এলভিশ যাদবের। গুরুগ্রামে রবিবার ভোরে ইউটিউবার ও ‘বিগ বস’ বিজয়ী বাড়ির সামনে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটা থেকে ছ’টার মধ্যে ঘটনাটি ঘটে। তিনজন দুষ্কৃতী মোটরবাইকে এসে গুরুগ্রাম সেক্টর ৫৭–এর বাড়ির সামনে ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চালায়। বাড়ির দুটি তলা লক্ষ্য করে চলে গুলি। ওই বাড়ির দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকেন এলভিশ। কেয়ারটেকার ও পরিবারের কয়েকজন সদস্য বাড়িতে থাকলেও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
গুরুগ্রাম পুলিশের পিআরও সন্দীপ কুমার বলেন, “তিনজন মুখোশধারী দুষ্কৃতী গুলি চালায়। ঘটনাস্থলে এক ডজনের বেশি রাউন্ড গুলি চলে। গুলি চালানোর সময় এলভিশ বাড়িতে ছিলেন না।” পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক প্রমাণ সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এলভিশ যাদবের বাবা জানান, “আমরা ঘুমোচ্ছিলাম। তিনজন মুখোশধারী আসে। একজন বাইকে বসেছিল। দু’জন বাইক থেকে নেমে গুলি চালায়। প্রায় ২৫ থেকে ৩০ রাউন্ড গুলি চলে। এরপর তারা পালিয়ে যায়। এলভিশকে এর আগে কেউ কখনও হুমকি দেয়নি। সে এখন শহরের বাইরে কাজে ব্যস্ত।”
২৭ বছরের এলভিশ যাদবের সঙ্গে বিতর্কের সম্পর্ক নতুন নয়। ইউটিউবার হলেও পাশাপাশি মিউজিক ভিডিও এবং ছবিতেও কাজ করেছেন। ২০২৩ সালে বিগ বস ওটিটি-র দ্বিতীয় সিজনে বিজয়ী হন। সেই বছরই নভেম্বরে এলভিশ-সহ কয়েকজনের বিরুদ্ধে সাপের বিষ নিয়ে পার্টি করার অভিযোগ ওঠে। দাবি করা হয়, তাঁদের কাছে প্রায় ন’টি বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে। পরবর্তীকালে এই ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়। এতেই শেষ নয়। এরপরে কাশী বিশ্বনাথ মন্দিরের প্রাঙ্গনে ছবি তুলে রীতিমতো বিপাকে পড়েন এলভিশ। তাঁর বিরুদ্ধে বারাণসী সেশন আদালতে অভিযোগও দায়ের হয়।