হাবেভাবে আর বুঝতে হবে না, এবার আপনার সঙ্গে কথা বলবে চারপেয়ে সন্তান! ব্যাপারটা কী?

হাবেভাবে আর বুঝতে হবে না, এবার আপনার সঙ্গে কথা বলবে চারপেয়ে সন্তান! ব্যাপারটা কী?

বৈশিষ্ট্যযুক্ত/FEATURED
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুম থেকে উঠে জানলা দিয়ে চোখ রাখতেই দেখলেন, রাস্তায় বসে এক মিষ্টি কুকুরছানা। নিজের মতো করে আদুরে ভঙ্গিতে তাকে ভালোবাসা জানালেন। কিন্তু সে আর উত্তর দেবে কী করে! নিজের মতো করে চারপেয়ে উত্তর দিলেও তা আপনার বোধগম্য হল না। কিন্তু এসব এবার অতীত হতে চলেছে। কারণ, এবার কথা বলবে না-মানুষরাও।

Dog Care Tips: Extreme Heat Could Raise Death Risk For Pet Dogs By 10 percent

ব্যাপারটা ঠিক কী? একটি রিপোর্ট বলছে, কুকুর, বিড়াল শুধু নয়, সবরকম পশুপাখির আচরণগত বৈশিষ্ট্যের আংশিকভাবে বুঝতে পারে AI। তবে একশো শতাংশ হয়তো বোঝা সম্ভব নয়। সেই কাজে সহযোগিতা করবেন পশুরোগ চিকিৎসক, স্নায়ুবিজ্ঞানী, দর্শন-তাত্ত্বিক ও গবেষকরা। বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে তাঁরা প্রাণীদের শরীরি ভাষাকে কথায় পরিণত করবেন। অর্থাৎ কোন ভঙ্গির অর্থ আদতে কী, তা বুঝিয়ে দেবে এআই। এই চেষ্টা যদি সফল হয়, তাহলে প্রাণীদের জন্যও তা অত্যন্ত উপকারী হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মানুষের মতোই তারাও ভাগ করে নিতে পারবে রাগ, দুঃখ, অভিমান। শরীর খারাপ হলেও তা জানাতে পারবে নিজেই।

ইতিমধ্য়েই বাজারে এক ধরণের কলার পাওয়া যায়। যদিও তা সঠিকভাবে পোষ্যদের আচরণ কতটা বুঝতে পারে তা নিয়ে সংশয় প্রকাশ করছেন বিজ্ঞানীরা। তবে এআই ও গবেষকদের যৌথ চেষ্টার সফল ইতিবাচক হবে বলেই আশাবাদী সকলে। ভাবছেন তো এই গোটা প্রক্রিয়ায় কতটা সময় লাগবে? নাহ, তা এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ






Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *