হানিমুন হত্যাকাণ্ড: দ্বিতীয় মঙ্গলসূত্রের হদিশ পুলিশের, স্বামীর মৃত্যুর পরই প্রেমিক রাজকে বিয়ে সোনমের?

হানিমুন হত্যাকাণ্ড: দ্বিতীয় মঙ্গলসূত্রের হদিশ পুলিশের, স্বামীর মৃত্যুর পরই প্রেমিক রাজকে বিয়ে সোনমের?

জ্যোতিষ খবর/ASTRO
Spread the love


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করাই নয়। স্বামী রাজার মৃত্যুর পর প্রেমিক রাজকে বিয়েও করে সোনম রঘুবংশী। মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডে নয়া অভিযোগে চাঞ্চল্য। রাজার দাদা বিপিন রঘুবংশী দাবি করেছেন, তাঁর ভাইকে খুন করার পরই প্রেমিক রাজ কুশওয়াহকে বিয়ে করেন সোনম।

আসলে মেঘালয় পুলিশ হানিমুন হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে দ্বিতীয় একটি মঙ্গলসূত্রের হদিশ পেয়েছে। এই দ্বিতীয় মঙ্গলসূত্রকে কেন্দ্র করেই যাবতীয় রহস্য। রাজা রঘুবংশীর দাদা বিপিন রঘুবংশীর দাবি, পুলিশ দ্বিতীয় যে মঙ্গলসূত্র উদ্ধার করেছে সেটা সম্ভবত রাজ ও সোনমের বিয়ের প্রতীক। সোনমের কাছে দুটি মঙ্গলসূত্র পাওয়া গিয়েছে। প্রথমটি তাঁর পরিবার থেকে উপহার দেওয়া। আর দ্বিতীয়টি রাজ কুশওয়াহার দেওয়া। বিপিন বলছেন, “রাজাকে খুন করার পর রাজ আর সোনম যখন আত্মগোপন করল তখনই তারা বিয়ে করেছে।”

উল্লেখ্য, গত ২০ মে মধুচন্দ্রিমায় মেঘালয়ে ঘুরতে যান নবদম্পতি রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশী। ২৩ মে চেরাপুঞ্জিতে পৌঁছনোর পর নিখোঁজ হয়ে যান দম্পতি। এই ঘটনার ১১ দিন পর জলপ্রপাতের খাদ থেকে উদ্ধার হয় রাজার দেহ। তবে খোঁজ মেলেনি সোনমের। এরই মাঝে গাজিপুর থেকে বাড়িতে ফোন করেন সোনম। সেই ফোনের সূত্র ধরে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। এরপরই সোনমের বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের অনুমান, প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার লক্ষ্যেই স্বামীকে রাজাকে খুনের ছক করে সোনম। সেই কাজে তাঁকে সাহায্য করে প্রেমিক রাজ। তারই কয়েকজন সহযোগী খুন করে রাজাকে। সেই কাজের জন্য রাজ সহযোগীদের টাকাও দেয়। তবে পুরো ব্যাপারটা এখানেই শেষ হয়নি। এরপর রাজের সঙ্গে নাকি বিয়েও করে সোনম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *